ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিব্রাল্টারের ছেড়ে দেয়া ইরানী জাহাজ আটকের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৯:১৪, ১৮ আগস্ট ২০১৯

জিব্রাল্টারের ছেড়ে দেয়া ইরানী জাহাজ আটকের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

ইরানের তেলবাহী জাহাজ গ্রেস-১ জব্দ করতে পরোয়ানা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বিচার বিভাগ ইরানী এ জাহাজটির বিরুদ্ধে পরোয়ানা জারি করে। মার্কিন আর্থিক ব্যবস্থায় অবৈধভাবে প্রবেশের নিন্দা জানায় দেশটি। এর আগে বৃহস্পতিবার আটক ইরানী জাহাজ গ্রেস-১ ছেড়ে দেয়ার অনুমতি দেন জিব্রাল্টারের একজন বিচারক। তেলবাহী বিশাল এই জাহাজটি গত জুলাইয়ে জিব্রাল্টারের জলসীমা থেকে আটক করে ব্রিটিশ সেনারা। গার্ডিয়ান। উপসাগর থেকে ব্রিটিশ পতাকাবাহী একটি জাহাজ ইরান আটক করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে গ্রেস-১ আটক করে ব্রিটেন। ব্রিটেনের সহযোগিতায় ইরানী জাহাজ আটকের বিষয়ে জিব্রাল্টার কর্তৃপক্ষ জানায়, গ্রেস-১ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের কাছে তেল বিক্রির জন্য যাচ্ছিল। পরে ইরান প্রতিশ্রুতি দেয় যে, ১৪ কোটি ডলারের ওই কার্গোটি সিরিয়ার উদ্দেশে যাবে না। ফলে জাহাজটিকে ছেড়ে দিতে সম্মত হয় জিব্রাল্টার। ইরানী জাহাজ গ্রেস-১ এখনও জিব্রাল্টারের বন্দরে নোঙ্গর করা রয়েছে। বিচার বিভাগ জানায়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সিরিয়ায় তেল চোরাকারবারি করে অবৈধভাবে মার্কিন আর্থিক ব্যবস্থায় ঢোকার চেষ্টা করেছিল। এজন্য জাহাজটি জব্দের আহ্বান জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরোয়ানায় বলা হয়, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস (আইইইপিএ), ব্যাংক জালিয়াতি, মানি লন্ডারিং, সন্ত্রাসবাদে অর্থায়ন আইন লঙ্ঘন করায় জাহাজটি, এর সমুদয় তেল এবং ৯ লাখ ৯৫ হাজার ডলার জব্দ করা যায়। এর আগে শুক্রবার সকালে ইরানের কর্মকর্তারা জানান, জাহাজটি জিব্রাল্টার ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। কিন্তু এএফপির একটি সূত্র মতে, নতুন নাবিকদের জন্য অপেক্ষা করতে হচ্ছে জাহাজটিকে।
×