ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারী দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে সোমবার ঢাকায় আসছে ভারতের জাতীয় হকি একাডেমি দল

প্রকাশিত: ০৮:২৬, ১৭ আগস্ট ২০১৯

নারী দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে সোমবার ঢাকায় আসছে ভারতের জাতীয় হকি একাডেমি দল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৯-১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওমেন্স জুনিয়র (অ-২১) এএইচএফ কাপকে সামনে রেখে গত ৮ জুলাই থেকে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় নারী হকি দল। দেশের বাইরে প্রথম এই টুর্নামেন্টে অংশ নেয়ার আগে ভারতের জাতীয় নারী হকি একাডেমি দলের সঙ্গে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের নারীরা। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার অধীনস্থ এই একাডেমি দলটি আগামী সোমবার ঢাকায় আসবে। ৬ ম্যাচের প্রস্তুতি সিরিজটি ২০ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৮ আগস্ট পর্যন্ত। সিরিজের সবকটি ম্যাচ হবে অনুষ্ঠিত হবে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। ইতোমধ্যে বাংলাদেশ নারী হকি দলের খন্ডকালীন উপদেষ্টা কোচ হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় প্রবীণ কোচ অজয় কুমার বানসাল। উল্লেখ্য, ওমেন্স জুনিয়র (অ-২১) এএইচএফ কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায়না, নেপাল ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে লড়বে চাইনিজ তাইপে, সিঙ্গাপুর এবং উজবেকিস্তান। টুর্নামেন্টের সেরা দুই দল নারীদের জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।
×