ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্পেনে গেল বাংলাদেশের জুনিয়র তীরন্দাজরা

প্রকাশিত: ০৭:৪১, ১৭ আগস্ট ২০১৯

স্পেনে গেল বাংলাদেশের জুনিয়র তীরন্দাজরা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৯-২৫ আগস্ট পর্যন্ত স্পেনের মাদ্রিদে ওয়ার্ল্ড আরচারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এই আসরে বাংলাদেশ থেকে জুনিয়র ও ক্যাডেট ক্যাটাগরিতে আট আরচার (৫ বালক এবং ৩ বালিকা), ২ প্রশিক্ষক এবং ২ কর্মকর্তা অংশ নেবেন। বাংলাদেশ আরচারি দল রিকার্ভ জুনিয়র বালক একক ও দলীয়, রিকার্ভ ক্যাডেট বালক একক, রিকার্ভ ক্যাডেট বালিকা একক ও মিশ্র দলীয় এবং কম্পাউন্ড জুনিয়র বালক একক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৯ আগস্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান এবং ২০ আগস্ট কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আরচারি দল শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে বিমানযোগে রওনা হয়। বাংলাদেশ দলের প্রধান পৃষ্ঠপোষক সিটি গ্রুপ ও আর্থিক সহায়তায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ সেনাবাহিনী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ থেকে এই চ্যাম্পিয়নশিপসের যাবতীয় ব্যয় নির্বাহ করা হবে। বাংলাদেশ আরচারি দল ॥ রিকার্ভ-জুনিয়র বালক : হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, সাকিব মোল্লা; রিকার্ভ-জুনিয়র বালিকা : মেহনাজ আক্তার মনিরা; কম্পাউন্ড-জুনিয়র বালক : ঐশ্বর্য্য রহমান; রিকার্ভ-ক্যাডেট বালক : প্রদীপ্ত চাকমা, রিকার্ভ-ক্যাডেট বালিকা : ইতি খাতুন, দিয়া সিদ্দিকী; হেড কোচ : মার্টিন ফ্রেডরিখ, কোচ : জিয়াউল হক, টিম ম্যানেজার : রশিদুজ্জামান সেরনিয়াবাত, দলনেতা : রাশীদুল হাসান।
×