ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ সদর উপজেলায় একই দিনে চার বাল্য বিয়ে বন্ধ

প্রকাশিত: ০৫:১৫, ১৭ আগস্ট ২০১৯

সিরাজগঞ্জ সদর উপজেলায় একই দিনে চার বাল্য বিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ সদর উপজেলায় একই দিনে চার বাল্য বিয়ে বন্ধ করে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারত সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে এ সব বিয়ে বন্ধ করা হয়। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার নবম শ্রেণির ছাত্রী মোছাঃ সুবর্ণা খাতুন(১৫), পরে খোকসাবাড়ি ইউনিয়নের তেলকুপি গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী সুমি খাতুনের (১৪) বিয়ে বন্ধ করা হয়। একই দিন রাতে রতনকান্দি ইউনিয়নে শ্যামপুর গ্রামের অস্টম শ্রেণির ছাত্রী মাসুদা খাতুন (১৩) এবং একই ইউনিয়নের কৃষ্ণজীবনপুর গ্রামের দশম শ্রেণির ছাত্রী মুক্তি খাতুন (১৬) এর বাল্য বিয়ে কন্ধ করা হয়। বাল্য বিয়ে বন্ধ করে ভ্রাম্যমান আদালত সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা দায়ের করেছে। একই সাথে কনের পিতার নিকট থেকে কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়েছে।
×