ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমাদের দ্বীপ বিক্রির জন্য নয় ॥ ট্রাম্পকে জানাল গ্রীনল্যান্ড

প্রকাশিত: ১২:২৬, ১৭ আগস্ট ২০১৯

আমাদের দ্বীপ বিক্রির জন্য নয় ॥ ট্রাম্পকে জানাল গ্রীনল্যান্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গ্রীনল্যান্ড’ কিনে নিতে চান বলে খবর প্রকাশের পর এমন সম্ভাবনা নাকচ করেছে দ্বীপটি। ‘এ দ্বীপ বিক্রির জন্য নয়’ বলে সাফ জানিয়েছে গ্রীনল্যান্ড। গ্রীনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এ্যান লোন বাগার রয়টার্সকে বলেছেন, ‘আমরা বেকুব না, তবে ব্যবসা করতে চাইলে আমাদের দ্বার খোলা আছে।’ খবর ইয়াহু নিউজের। যুক্তরাষ্ট্রের পরিসর বাড়াতে গ্রীনল্যান্ড দ্বীপ কিনে নেয়ার চিন্তাভাবনা করছেন ট্রাম্প। এ নিয়ে তিনি গোপনে তার সহযোগী ও উপদেষ্টাদের সঙ্গে কথাও বলেছেন বলে খবর পাওয়া গেছে। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত সর্ববৃহৎ দ্বীপ গ্রীনল্যান্ড ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল। ফলে দ্বীপটি কেনার ট্রাম্পের চিন্তাধারাকে তার কয়েকজন উপদেষ্টা হেসেই উড়িয়ে দিয়েছেন। যদিও হোয়াইট হাউস বিষয়টিকে গুরুত্ব সহকারেই নিয়েছে। এদিকে, ডেনমার্ক ট্রাম্পের এ চিন্তাধারাকে উদ্ভট বলে মন্তব্য করেছে। ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী লার্স লোকে রাসমুসেন টুইটারে বলেছেন, ‘বিষয়টি অসময়ে এপ্রিল ফুল জোকের মতোই।’
×