ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইতিহাদে সিটি-টটেনহ্যামের লড়াই

প্রকাশিত: ১০:৪১, ১৭ আগস্ট ২০১৯

 ইতিহাদে সিটি-টটেনহ্যামের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুমের শুরু থেকেই হচ্ছে হাইভোল্টেজ ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় দুই পরাশক্তি চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এবার আরেক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। আজ রাতে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এছাড়া আজ রাতে মাঠে নামছে রানার্সআপ লিভারপুল ও আর্সেনাল। বিকেল ৫টা ৩০ মিনিটে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে বার্নলির বিরুদ্ধে খেলবে আর্সেনাল। রাত ৮টায় লিভারপুলকে আতিথ্য জানাবে সাউদাম্পটন। আজকের অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে এ্যাস্টন ভিলা-বোর্নমাউথ, ব্রাইটন-ওয়েস্টহ্যাম ইউনাইটেড, এভারটন-ওয়াটফোর্ড ও নরউইচ সিটি-নিউক্যাসল ইউনাইটেড। ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত শুরু করেছে সিটি, লিভারপুল ও টটেনহ্যাম। জিতেছে আর্সেনালও। এবার জয়ের ধারা ধরে রাখার মিশনে নামছে দলগুলো। রাহিম স্টার্লিংয়ের হাটট্রিক নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেকে ৫-০ গোলে উড়িয়ে দেয় সিটি। ওই ম্যাচে সিটিজেনদের হয়ে বাকি দুই গোল করেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস ও আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও এ্যাগুয়েরো। প্রথম ম্যাচে দলের পারফর্মেন্সে দারুণ খুশি কোচ পেপ গার্ডিওলা। এই ধারাবাহিকতা ধরে রাখতে চান স্পার্সদের বিরুদ্ধেও। ম্যাচটি নিয়ে সাবেক বার্সিলোনা ও বেয়ার্ন মিউনিখ কোচ বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রথম ম্যাচে খেলেছে ছেলেরা। মৌসুমের শুরুটা এভাবে করার লক্ষ্য ছিল। সেটা হয়েছে। আশা করছি দ্বিতীয় ম্যাচে পারফর্মেন্সের এ ধারা অব্যাহত থাকবে। ম্যাচটি নিজেদের মাঠে। ম্যাচে আমরাই ফেবারিট। দলে মিডফিল্ডের ধার আরও বাড়াতে চান গার্ডিওলা। প্রথম ম্যাচে মিডফিল্ডের কিছু ভুল ধরা পড়েছে তার চোখে। এ প্রসঙ্গে তারকা এই কোচ বলেন, বড় ব্যবধানে জিতলেও মিডফিল্ডে আমাদের কিছু ভুল ছিল। পাসিং ছাড়াও ফরোয়ার্ডদের সঙ্গে ভুল বুঝাবুঝি লক্ষ্য করা গেছে। তাই এই পজিশন নিয়ে আরও কাজ করতে হবে। টটেনহ্যামও দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে এ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে পরাজিত করে স্পার্সরা। তাছাড়া গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে রানার্সআপ হয়েছে তারা। আর সবসময়ই যে কোন দলের জন্য হুমকি তারা। এ কারণে স্পার্সরাও জয় ছাড়া কিছু ভাবছে না। গত মৌসুমে লীগে চতুর্থ হয়েছিল টটেনহ্যাম। এবার আরও ভাল করার লক্ষ্য। এমনই জানিয়েছেন দলটির তারকা ফরোয়ার্ড ও সহঅধিনায়ক হ্যারি কেন। ইংলিশ অধিনায়ক সিটির বিরুদ্ধে ম্যাচটি নিয়ে বলেন, আমাদের বর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে হবে। এটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এর মধ্যে ম্যাচটি সিটির মাঠে। নিজেদের কন্ডিশনে মানসিকভাবে আরও বেশি শক্তিশালী তারা। তবে আমরা সেরাটা দিতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারব। আমরা জয়ের জন্যই মাঠে নামব। ফুরফুরে মেজাজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে লিভারপুল। সদ্যই তারা জিতেছে উয়েফা সুপার কাপের শিরোপা। এর আগে লীগের শুরুটাও দুর্দান্ত হয়েছে দ্য রেডসদের। নরউইচ সিটিকে ৪-১ গোলে পরাজিত করে জার্গেন ক্লপের দল।
×