ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘নেইমার হটাও’ ব্যানারে পিএসজি সমর্থকরা!

প্রকাশিত: ১০:৩৯, ১৭ আগস্ট ২০১৯

 ‘নেইমার হটাও’  ব্যানারে পিএসজি সমর্থকরা!

স্পোর্টস রিপোর্টার ॥ খেলার মাঠে নেই নেইমার। অথচ না থেকেই অন্য যে কারও চেয়ে বেশি আলোচনায় পিএসজির ব্রাজিলিয়ান তারকা। বর্তমান ক্লাব পিএসজি ছেড়ে বার্সিলোনায় ফেরা নিয়ে দিনের পর দিন রঙ মেশানো কথা চাউর হচ্ছে। তবে এখন পর্যন্ত যা অবস্থা দলবদল কঠিন হলেও শেষ পর্যন্ত দ্বিতীয় দফায় বার্সাতেই ফেরার সম্ভাবনা বেশি নেইমারের। এই অবস্থায় পিএসজি সমর্থকরা ‘নেইমার হঠাও’ ব্যানার নিয়ে মাঠে নেমেছেন। এখন নেইমারের বিষয়ে পিএসজি ও বার্সিলোনা দুই ক্লাবের শীর্ষ কর্তাদের মাঝে দফায় দফায় বৈঠক হচ্ছে। এর মধ্যে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্ডো কথা প্রসঙ্গে বলেছেন, তিনি নাকি নেইমারকে চিনতেনই না। তিনি আরও বলেছেন, ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার ক্লাব ছাড়ার জন্য যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে পিএসজির সমর্থকরা মহাবিরক্ত। মাঠে তারা নেইমার হটাও ব্যানার নিয়ে আসছে। কোচ টমাস টাচেল সব মিটমাট না হওয়া পর্যন্ত ব্রাজিল ফরোয়ার্ডকে স্কোয়াডেই অন্তর্ভুক্ত করছেন না। লীগে প্রথম ম্যাচে দলে রাখেননি, তার আগে প্রাক-মৌসুম ম্যাচেও বিবেচনা করেননি। বর্তমান পরিস্থিতি নিয়ে লিওনার্ডো বলেন, দলবদলের কথা বলে নেইমার ভুলই করে ফেলেছে। আমি তাকে আগে থেকে চিনতাম না। সময় গড়ানোর সঙ্গে ধীরে ধীরে চিনেছি। তাকে আমার দারুণ হৃদয়ের ভাল ছেলে মনে হয়। মাঠে সে অসাধারণ একজন খেলোয়াড়। লিওনার্ডো যতই প্রশংসা করুন তার কথায় এটিও মনে হচ্ছে নেইমার-পিএসজি তাল কেটে গেছে। সঠিক দামটা পেলে ব্রাজিলিয়ানকে বেচে দিতে পারলেই বর্তে যায় ফরাসীরা। বার্সা তো ২৭ বছর বয়সী নেইমারের জন্য দুয়ার খুলেই বসে আছে। এখন শুধু দু’পক্ষের সমঝোতার অপেক্ষা। এখন নেইমার ইস্যুর দ্রুত একটা সমাধান চায় পিএসজি। সেই সমাধানে এগিয়ে গিয়েছিল বার্সাই। নগদ ৭৪ মিলিয়ন ইউরোর সঙ্গে ফিলিপ কুটিনহো ও ইভান রাকিটিচকে দিতে চেয়েছিল কাতালানরা। কিন্তু পিএসজি আপত্তি করেছে। দুই বছর আগে ২২২ মিলিয়ন ইউরোর ব্লকবাস্টার রেকর্ড দামে বার্সা থেকেই কিনে নেইমারকে এত সহজ দামে ছাড়তে নারাজ তারা। পুরোটাই নগদ অর্থ চাচ্ছে ক্লাবটি। প্রস্তাবে খেলোয়াড় সংযুক্ত থাকলেও নগদ অর্থটা ১৩৮ মিলিয়ন ইউরো চাচ্ছে প্যারিসের পরাশক্তিরা। কথাবার্তা চললেও এখনও দলবদল নিয়ে কার্যকরী কোন উন্নতি হয়নি। লিওনার্ডো আরও বলেন, সবাই যেমনটা জানে ক্লাবগুলোর মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু কিছুই এগোয়নি। বর্তমানে পায়ের পাতার চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন নেইমার। এই চোটে গত মৌসুমের শেষদিকে খেলতে পারেননি তিনি। চোট পুরোপুরি ঠিক হয়ে গেছে বলেও জানান লিওনার্ডো। বলেন, এটা খুব সাধারণ ব্যাপার। মৌসুমের শুরু থেকে মেডিক্যাল টিম ও বিশ্বের সেরা সব সার্জন নেইমারের তত্ত্বাবধান করছিল। নেইমারের চোট পুরোপুরি সেরে গেছে। তবে দলবদল নিয়ে ঝামেলা না মিটলে তাকে খেলানো হবে না বলে ছাপ জানিয়ে দিয়েছেন পিএসজি কোচ।
×