ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিসবাহর অধীনে পাক ক্রিকেটারদের ক্যাম্প

প্রকাশিত: ১০:৩৮, ১৭ আগস্ট ২০১৯

 মিসবাহর অধীনে পাক ক্রিকেটারদের ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের পরই প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর্থারসহ পুরো কোচিং স্টাফের সঙ্গেই চুক্তি নবায়ন করেনি। তাই আসন্ন ট্রেনিং ক্যাম্পে ক্রিকেটারদের অনুশীলনে সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে দায়িত্ব দিয়েছে পিসিবি। তার অধীনে আগামী সপ্তাহে শুরু হবে ১৭ দিনের ক্যাম্প। কেন্দ্রীয় চুক্তিভুক্ত ১৪ ক্রিকেটারসহ মোট ২০ ক্রিকেটারকে নিয়ে আসন্ন মৌসুমের জন্য প্রস্তুত হতে এ অনুশীলন ক্যাম্প চালানো হবে। মূলত এখন বড় চিন্তার বিষয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর সেটা মাথায় রেখেই পাকিস্তান দলের ক্রিকেটারদের প্রস্তুত রাখাটা জরুরী মনে করছে পিসিবি। জাতীয় ক্রিকেট একাডেমিতে একটি ট্রেনিং ক্যাম্প শুরু করতে যাচ্ছে তারা। কিন্তু এই মুহূর্তে কোন কোচিং স্টাফই নেই, তাই সাবেক অধিনায়ক মিসবাহকে অনুশীলন পরিচালনার জন্য ডেকেছে পিসিবি।
×