ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বজ্রপাতে পাঁচ জেলায় ছয়জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৩০, ১৭ আগস্ট ২০১৯

 বজ্রপাতে পাঁচ জেলায় ছয়জনের  মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ জামালপুর, ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতার। জামালপুর ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের শুক্রবার সকালে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। ডাংধরা ইউনিয়নের চেংটিমারী পূর্বপাড়া গ্রামের জুনার বিলে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। মৃত আনোয়ার ইসলাম (২৫) ও আল আমিন (১৭) ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। ডাংধরা ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ জনকণ্ঠকে জানান, আনোয়ার ইসলাম ও আল আমিন শুক্রবার সকালে বাড়ির কাছেই জুনার বিলে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায়। সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে আকস্মিক দুই ভাইয়ের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মধ্যে আল আমিন স্থানীয় কাউনিয়ারচরের সাবা একাডেমির দশম শ্রেণীর ছাত্র। দুই ভাইয়ের বজ্রপাতের মৃত্যুর কথা জানাজানি হলে সেখানে হাজার হাজার গ্রামবাসী ভিড় করেন। পরিবারের স্বজনরা বিল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। ভালুকা (ময়মনসিংহ) ॥ ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামে শুক্রবার দুপুরে ওরিয়ন মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। উপজেলার হবিরবাড়ি গ্রামের হাছান আলীর ছেলে শরাফত আলী (৫৫) ওরিয়ন মাঠে গরু চড়াতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে শরাফত আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রাজশাহী ॥ চারঘাটে বজ্রপাতে আসলাম আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আসলাম আলী উপজেলার পরানপুর বামনীদহ গ্রামের মৃত ওয়াজ আলীর ছেলে। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত আসলাম আলী বাড়ির পাশে একটি খেজুর গাছে উঠে শুকনা ডালপালা কাটছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নওগাঁ ॥ শুক্রবার দুপুরে নওগাঁর সাপাহারে বজ্রপাতে আব্দুন নুর (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়। কৃষক আব্দুন নূর উপজেলার শিমুলডাঙ্গা গ্রামের মৃত গফুর উদ্দীনের পুত্র। আব্দুন নূর দুপুরে গ্রামের পাশে তার ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করছিলেন। সময় আকাশ হতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত ঘটলে মাঠেই পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। দিনাজপুর ॥ জেলার বিরল উপজেলায় নিজের জমিতে আমন চারা তোলার সময় বজ্রপাতে বড় ভাই মারা যান এবং তার ছোট ভাই আহত হন। আবু বক্কর (৩০) বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বেণীপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। শুক্রবার দুপুরে দুই ভাই আবু বক্কর ও মোতালেব হোসেন বাড়ির পাশে বীজতলা থেকে আমন চারা তুলছিলেন।
×