ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ১০

প্রকাশিত: ১০:২৯, ১৭ আগস্ট ২০১৯

 সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ১০ ব্যক্তি নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। ময়মনসিংহ ॥ ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের গৌরীপুরের রামগোপালপুর এলাকায় শুক্রবার সকাল ১০টার সময় কিশোরগঞ্জগামী বাস ও বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন এবং প্রাইভেটকারের চালক নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন নেত্রকোনার সুসং দুর্গাপুরের রফিকুল ইসলাম জীবন, তার স্ত্রী নাজমুন্নাহার শাহীন, পুত্র নাদিম ও কন্যা রনক জাহান। পরে প্রাইভেটকারের চালক (অজ্ঞাত) হাসপাতালে মারা যায়। পুলিশ জানায়, নিহত রফিকুলের শ্বশুরবাড়ি ঈশ্বরগঞ্জের কানারামপুর থেকে ময়মনসিংহে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গৌরীপুরের রামগোপালপুর এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজমুন্নাহার শাহীন মারা যায়। গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর অপর ৩ জন মারা যায়। আহত চালক ও রফিকুল ইসলামের শিশু পুত্রকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। নিহত রফিকুলের ভাতিজা আনিসুজ্জামান জানান, রফিকুল ইসলাম জীবনের পরিবার নরসিংদীতে বসবাস করে এবং তাদের সেখানে একটি টেক্সটাইল মিল আছে। ঈদ করতে তারা গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন। তিনি আরও জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ময়মনসিংহ সদরে যাচ্ছিলেন পরিবারের সবাই। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের ভুঞাপুর ও নাগরপুর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন নিহত হয়েছে। আর এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। টাঙ্গাইলের ভুঞাপুরে মাইক্রোবাস-সিএনচালিত অটোরিক্সার সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে তিনজন। নিহত আব্দুল মান্নান (৬২) জামালপুরের সপিংনা গ্রামের বান্দা। শুক্রবার দুপুরে ভুঞাপুর-তারাকান্দি সড়কের তারাই এলাকায় এ ঘঘটেছে। স্থানীয়রা জানায়, নিহত মান্নান ঈদের ছুশেষে তার মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে ঢাকায় কর্মস্থলে যাওয়ার জন্য পিংনা হতে সিএনচালিত অটোরিক্সা যোগে ভুঞাপুরের দিকে যাচ্ছল। ঘটনাস্থলে এসে পৌঁছালে বিপথেকে আসা তারাকান্দিগামী একমাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনচালকসহ চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে র্ভ করহলে সেখানে কর্মরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত মান্নানের মেয়ে ফদা ও মেয়ের জামাই সেকে উন্নত চিজন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ কহয়েছে। এদিকে টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বেকড়া ইউনিয়নের নাগরপুর-সলিমাবাদ সড়কের নোয়াই নদীর ওপর নির্মিত ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে। সে বেকড়া ইউনিয়নের পাছপাড়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ ও নিহতের বড় ভাই বাদশা মিয়া জানান, কুদ্দুস মিয়া সকালে বেকড়া ভোরের বাজার থেকে ফেরার পথে বেকড়া ইউনিয়নের নাগরপুর-সলিমাবাদ সড়কের নোয়াই নদীর ওপর নির্মিত ব্রিজের পশ্চিম পাশে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয় জনতা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনা ॥ জেলার পূর্বধলা উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে রতন খাঁ (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও রমজান খাঁ (৩৫) নামের অপর এক আরোহী আহত হয়েছেন। শুক্রবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন খাঁ পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ খাঁর ছেলে এবং রমজান খাঁ তার চাচাত ভাই। শুক্রবার সকালে রতন খাঁ তার চাচাত ভাই রমজান খাঁকে নিয়ে মোটরসাইকেলযোগে পূর্বধলা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া নামক স্থানে পৌঁছলে বিরিশিরি থেকে ঢাকাগামী সুলতানা এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রতন খাঁ ঘটনাস্থলেই নিহত এবং রমজান খাঁ গুরুতর আহত হন। স্থানীয়রা রমজান খাঁকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। বোয়ালখালী ॥ চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ লোকমান (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোমদন্ডী ফুলতল মোড়ে এ ঘটনা ঘটেছে। নিহত লোকমান উপজেলার পশ্চিম গোমদন্ডী মালেক মেম্বার বাড়ির ফেজু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে দ্রুতগতির একটি টেম্পো অটোরিক্সাকে মুখোমুখি ধাক্কা দিলে মোঃ লোকমান গুরুতর আহত হন। উপজেলা হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, আহত অবস্থায় লোকমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহত লোকমানের ফুফাতো ভাই সুমন জানান, গোমদন্ডী ফুলতল মোড়ে অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পো মুখোমুখি ধাক্কা দিলে লোকমান মাথায় গুরুতর আঘাত পায়। এরপর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। দুপুর দেড়টার চমেক হাসপাতালে লোকমান মারা যায়। ভালুকা ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া তেপান্তর শূটিং স্পটের সামনে শুক্রবার ভোরে বিটুমিনবাহী একটি লড়ির সঙ্গে পিকআপের সংঘর্ষে এক যাত্রী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নান্দাইলগামী বাসাবাড়ি মালামালবাহী একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১৭-১৩০৮) একই দিকগামী লড়ি (ঢাকা-মেট্রো-ঢ-৪৪-০৬৬১) পিছনে এসে ধাক্কা লেগে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাশাডি গ্রামের মৃত আবুল কালামের ছেলে উজ্জল মিয়া (৩০) মারা যান। এ সময় নিহতের খালা আহত হন। ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত দুটি গাড়িই আটক করেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহজালাল। সাভার ॥ সাভারে চলন্ত বাস উল্টে খাদে পড়ে ৩০ বাসযাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, এদিন বিকেলে এসবি লিংক পরিবহনের গাবতলীগামী একটি যাত্রীবাহী বাস আমিনবাজারের চাঁনপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ আহত বাসযাত্রীদের উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক তারিকুল ইসলাম জানান, এসবি লিংকের একটি যাত্রীবাহী বাস গাবতলী যাওয়ার পথে আমিনবাজারের চাঁনপুর এলাকায় উল্টে খাদে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
×