ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় যমুনা নদীতে ডুবে দুই স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশিত: ১০:১৫, ১৭ আগস্ট ২০১৯

 বগুড়ায় যমুনা নদীতে  ডুবে দুই  স্কুলছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শুক্রবারা বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে ডুবে ওমর আলী (১৫) ও জাহিদ হাসান (১২) নামে দুই সহোদর নিখোঁজ হয়েছে। তারা বগুড়ার উপশহর এলাকার শাহিন স্কুলের শিক্ষার্থী ও বগুড়া শহরতলী আটাপাড়ার পল্লী চিকিৎসক আতিকুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার শহর থেকে দুটি সিএনজিচালিত অটোরিক্সায় ওমর ও জাহিদসহ ১২/১৪ জন সারিয়াকান্দিতে যমুনা নদী দেখার জন্য বেড়াতে আসে। দুপুর ১২টার দিকে যমুনার কালিতলা ঘাট থেকে নৌকা নিয়ে তারা কাজলা ইউনিয়নের পাকুরিয়ার চরে যায়। সেখানে তারা ফুটবল খেলা শুরু করে। এক পর্যাযে ফুটবল পানিতে পড়ে গেলে ওই দুজন তা তুলতে গিয়ে ডুবে যায়। দুই ভাইয়ের কেউ সাঁতার জানত না। এ বিষয়ে স্থানীয় ফায়ার সার্ভিস অফিস জনায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল রওনা হয়েছে। অপরদিকে সারিয়াকান্দি থানার ওসি জানিয়েছেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ওই এলাকায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এর সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবরি দল রয়েছে।
×