ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর আদর্শে আজকের শিশুরা গড়ে তুলবে আগামীর ভবিষ্যত’

প্রকাশিত: ০৯:২৪, ১৭ আগস্ট ২০১৯

 ‘বঙ্গবন্ধুর আদর্শে  আজকের শিশুরা  গড়ে তুলবে  আগামীর ভবিষ্যত’

জাতীয় শোক দিবসে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আজকের শিশুরা গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। শিশুদের মধ্যে ইতিহাস চেতনা জাগাতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার। আরও ছিল শিশু একাডেমি থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক ২৫টি সিরিজ গ্রন্থমালা প্রদর্শনী, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া পাঠ, শিশুবক্তাদের অনুভূতি প্রকাশ। -বিজ্ঞপ্তি
×