ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে আল আরাফাহ্ ব্যাংকের আলোচনা

প্রকাশিত: ০৯:২৪, ১৭ আগস্ট ২০১৯

 বঙ্গবন্ধুর শাহাদাত  বার্ষিকীতে আল  আরাফাহ্ ব্যাংকের আলোচনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে ১৫ আগস্ট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে খতমে কোরান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে এসব কর্মসূচীতে সভাপতি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী। সভায় প্রধান আলোচক ‘বঙ্গবন্ধু এবং ইসলাম’ বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শওকত আরা হোসেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম এবং শাব্বির আহমেদসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযুদ্ধের মহান রূপকার এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।- বিজ্ঞপ্তি
×