ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় ভার্সিটি ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ০৯:২১, ১৭ আগস্ট ২০১৯

খুলনায় ভার্সিটি ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলএক ছাত্রীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিঞ্জন রায়কে (২৫) পুলিশ গ্রেফতার করেছে। শিঞ্জন খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ নগরীর বয়রা এলাকা থেকে তাকে আটক করে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমতাজুল হক। ওসি আরও জানান, শুক্রবার দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ এনে শিঞ্জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, নগরীর সোনাডাঙ্গায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী এবং শিঞ্জন রায় একসঙ্গে পড়াশোনা করেন। এক বছর আগে শিঞ্জন রায় তাকে প্রেমের প্রস্তাব দেন। এরপর বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসাসহ বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। তিনি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। ওসি জানান, বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর অভিযোগ পাওয়ার পর তার নিরাপত্তা ও ডাক্তারি পরীক্ষার জন্য রাত সাড়ে তিনটার দিকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ওই ছাত্রী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, শিঞ্জন রায়ের অন্য মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার খবর পেয়ে ওই ছাত্রী বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার ১৬ নম্বর রোডে গিয়ে শিঞ্জন রায়ের দেখা পায়। এ সময় তার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তাকে সেখান থেকে চলে যেতে বলে এবং একটি ইজিবাইকে তুলে দিতে গেলে স্থাানীয়দের নজরে আসে। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনকেই সোনাডাঙ্গা মডেল থানায় নিয়ে আসে। ওসি মমতাজুল হক বলেন, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উভয়পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ এনে শিঞ্জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। শিঞ্জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে। জানা গেছে, বুধবার কর কমিশনারের পুত্র শিঞ্জন রায়ের বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার তার বৌভাতের অনুষ্ঠানের কথা ছিল। এদিকে, প্রশান্ত কুমার রায় বলেছেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। এখন আদালতে নির্ধারিত হবে শিঞ্জন দোষী বা নির্দোষ।
×