ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর ও কাজির ছয় মাস করে কারাদন্ড

প্রকাশিত: ০৯:১৮, ১৭ আগস্ট ২০১৯

 বর ও কাজির  ছয় মাস করে  কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৬ আগস্ট ॥ দৌলতপুরে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে বর ও কাজির ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মশাউড়া গ্রামে বাল্যবিয়ে দেয়ার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের এ দন্ড দেয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাল্যবিয়ে দেয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মশাউড়া গ্রামের বিয়েবাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাজি আরজান আলী (৪৫) ও বর নয়ন আলীকে (২৩) আটক করে। পরে কাজিকে ৬মাস এবং বরকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। দন্ডিত কাজি আরজান আলী মশাউড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং দন্ডিত বর নয়ন আলী ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামের মোঃ হান্নান আলীর ছেলে। অপরদিকে একইদিন রাতে বাল্যবিয়ের অভিযোগে উপজেলার খলিশাকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে ৪০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে। এদের মধ্যে বরযাত্রী সুমন, স্বাধীন, মনি, জুয়েল রানা, বিশু বিশ্বাস ও তুসার ইমরানকে ৫হাজার টাকা করে এবং কনের মা রাশেদা খাতুনকে (৩৭) ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
×