ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে যুবতীর অপকর্ম দেখে ফেলায় কিশোর খুন

প্রকাশিত: ০৯:১৫, ১৭ আগস্ট ২০১৯

 বরিশালে যুবতীর অপকর্ম দেখে ফেলায়  কিশোর খুন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যুবতীর অসামাজিক কর্মকা- দেখে ফেলায় আকাশ সরদার (১৬) নামের এক কিশোর ভ্যানচালককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই যুবতী ও তার মাকে আটক করেছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌর এলাকার বাদামতলা নামক এলাকায়। জানা গেছে, নিহত আকাশ উপজেলার বাঙ্গিলা গ্রামের বাসিন্দা মানিক সরদারের ছেলে। সে তার পিতা-মাতার সঙ্গে বাদামতলার শামসুর রহমানের বাসায় ভাড়া থাকত এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। নিহতের মামা এরশাদ বয়াতী জানান, আকাশদের পাশের বাসার ভাড়াটিয়া তাছলিমা বেগমের কন্যা সিমা আক্তারের অসামাজিক কর্মকা- দেখে ফেলায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসী দিয়ে তার ভাগ্নের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বাদামতলা থেকে আকাশ সরদারকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ডেকে নিয়ে হামলা চালিয়ে মাথার পেছনে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে হাসপাতাল গেটে বসেই আকাশের মৃত্যু হয়। তিনি আরও জানান, শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আকাশের পাশের ভাড়াটিয়া সিমা আক্তার ও তার মা তাছলিমা বেগমকে আটক করা হয়েছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন। নেত্রকোনায় যুবক নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, পূর্বধলা উপজেলার ভিকুনিয়া বাজারে ক্যারম খেলা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন(২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আলমগীর উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। জানা গেছে, হোগলা ইউনিয়নের সাধুপাড়া ও ভিকুনিয়া গ্রামের কয়েক যুবক বৃহস্পতিবার সন্ধ্যায় ভিকুনিয়া বাজারে ক্যারম খেলছিল। খেলার একপর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ সময় সাধুপাড়ার আলমগীর হোসেন ঝগড়া থামাতে গেলে ভিকুনিয়া গ্রামের রানা, সাগর ও মিরাজের নেতৃত্বে কয়েক যুবক তার ওপর হামলা চালায়। তারা আলমগীরকে কিলিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কুড়িগ্রামে গলিত লাশ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর কামারপাড়ার কৃষিজমি থেকে সুলতান আলী (৫০) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কৃষ্ণপুর কামারপাড়ার নিজ বাড়ির পেছনের একটি কৃষি জমি থেকে পচন ধরা লাশটি উদ্ধার করা হয়। ঈদ-উল-আজহার তৃতীয় দিন থেকে সুলতান নিখোঁজ ছিল বলে জানায় পরিবারের সদস্যরা। জানা যায়, ঈদ-উল-আজহার তৃতীয় দিন বাড়ি থেকে সুলতান আলী নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শুক্রবার সকালে বাড়ির পেছনে বৃষ্টির পানি জমে থাকা একটি কৃষিজমিতে সুলতানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। দুপুরে পুলিশ প্রায় গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়। নিহত সুলতানের স্ত্রী শিউলি বেগম জানায়, সুলতান দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিল সমস্যায় ভুগছেন। মোল্লাহাটে ছিন্নভিন্ন লাশ স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোল্লাহাটে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘাটবিলায় খুলনা-মাওয়া মহাসড়কে এ মৃতদেহ পায় পুলিশ। মোল্লাহাট থানার এসআই ছাত্তার জানান, রাতে মোবাইল ফোনে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং সড়কে ছড়িয়ে থাকা মৃতদেহ কুড়িয়ে থানায় আনেন। ওই সময় রাস্তার পাশে পড়ে থাকা রক্তমাখা একটি লুঙ্গি এবং সাদা রঙের একজোড়া স্যান্ডেল পাওয়া যায়।
×