ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানী জাহাজ ছেড়ে দিল জিব্রাল্টার

প্রকাশিত: ০৮:৪৭, ১৭ আগস্ট ২০১৯

 ইরানী জাহাজ ছেড়ে দিল জিব্রাল্টার

মার্কিন প্রশাসনের অনুরোধ উপেক্ষা করে বৃহস্পতিবার সকল নাবিকসহ ইরানী তেলবাহী জাহাজ ছেড়ে দিয়েছে জিব্রাল্টার কর্তৃপক্ষ। গত ছয় সপ্তাহ আগে গ্রেস-১ নামে ইরানী পতাকাবাহী এই জাহাজ আটক করে জিব্রাল্টার। পাল্টা পদক্ষেপ হিসেবে একটি ব্রিটিশ তেলবাহী জাহাজ আটক করে ইরানের বিপ্লবী বাহিনীর সদস্যরা। অবশ্য গ্রেস-১ ছাড়ার পর ইরান ব্রিটেনের জাহাজ ছেড়ে দেবে কি না-এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। এর আগে তেহরান বলেছিল, তেলবাহী জাহাজ গ্রেস-১ গ্রীস উপকূলে পৌঁছানোর পর তারা ব্রিটিশ জাহাজ ছেড়ে দেবে। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। ইরানী জাহাজ ছেড়ে দেয়ার পর বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে জিব্রাল্টার কর্তৃপক্ষ জানায়, ওয়াশিংটনের দাবিতেই ইরানী জাহাজ আটক করা হয়েছিল। জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা ইরানের কাছ থেকে লিখিত নিশ্চয়তার পর জাহাজটি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেই। তেহরান আমাদের জানিয়েছে, সত্যিকার অর্থে গ্রেস-১ জাহাজ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। সকল আইন মেনেই জাহাজটি ইরানী বন্দর ত্যাগ করেছিল। উল্লেখ্য, জাহাজ ছাড়ার এই ঘটনা তেহরান ও লন্ডনের মধ্যে কুটনৈতিক সম্পর্ক বৃদ্ধির আলামত হিসেবে দেখছেন পশ্চিমা বিশ্লেষকরা।
×