ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের সতর্কবার্তার শব্দ বাজানোর খেসারত ৩ লাখ ৯৫ হাজার ডলার

প্রকাশিত: ০৮:৪৬, ১৭ আগস্ট ২০১৯

 ট্রাম্পের সতর্কবার্তার শব্দ বাজানোর খেসারত ৩ লাখ  ৯৫ হাজার ডলার

টক শোতে মার্কিন প্রেসিডেন্সিয়াল এ্যালার্টের ‘টোন’ বাজানোয় তিন লাখ ৯৫ হাজার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা। এবিসির মধ্যরাতের জনপ্রিয় টক শো জিমি কিমেল লাইভে এ টোন বাজানো হয়েছিল। জরুরী মুহূর্তে যুক্তরাষ্ট্রের জনগণকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা পৌঁছে দিতে চালু করা ওই এ্যালার্ট নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে গত বছর ৩ অক্টোবর জিমি কিমেল লাইভে তিনবার ওই এ্যালার্ট টোন বাজানো হয়েছিল। যেদিন অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় সেদিনই প্রথম যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে পরীক্ষামূলকভাবে ওই এ্যালার্ট পাঠানো হয়। ২০ কোটি মানুষের স্মার্টফোনে সেদিন সেই পরীক্ষামূলক এ্যালার্ট পৌঁছায়। ফোনে বিশেষ ওই টোন বেজে ওঠার সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন আসে, যেখানে লেখা ছিল- এটা ন্যাশনাল ওয়্যারলেস ইমার্জেন্সি এ্যালার্ট সিস্টেমের একটি পরীক্ষামূলক বার্তা। -বিবিসি
×