ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতে ধর্মান্ধতা ও গোঁড়ামির কোন স্থান নেই ॥ সোনিয়া গান্ধী

প্রকাশিত: ০৮:৪৫, ১৭ আগস্ট ২০১৯

  ভারতে ধর্মান্ধতা ও গোঁড়ামির কোন স্থান নেই ॥ সোনিয়া গান্ধী

ভারতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, ভারতে ধর্মান্ধতা ও গোঁড়ামির কোন স্থান নেই। দেশটির ৭৩তম স্বাধীনতা দিবসে দিল্লীতে কংগ্রেস সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করে বৃহস্পতিবার সোনিয়া বলেন, ‘যেকোন অন্যায়, বৈষম্য ও অসহিষ্ণুতা দেখলেই আমাদের প্রতিবাদ করতে হবে। এটাই স্বাধীনতার আসল তাৎপর্য। তিনি বলেন, ‘৭৩ বছর বয়সী গণতান্ত্রিক ভারতে কুসংস্কার, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িক ভেদাভেদের কোন জায়গা নেই। অথচ প্রতিদিন লাখ লাখ মানুষ এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। একটা জাতি হিসেবে যেকোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের সরব হতে হবে।’ । একই দিন টুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘সত্য ও অহিংসার পথে হাঁটলেই আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারব। -ইন্ডিয়া টুডে
×