ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘কাশ্মীরীরা এখন জন্তুর মতো খাঁচাবন্দী’

প্রকাশিত: ০৮:৪৪, ১৭ আগস্ট ২০১৯

 ‘কাশ্মীরীরা এখন জন্তুর  মতো খাঁচাবন্দী’

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি ও রেকর্ড করা ভয়েস মেসেজ পাঠিয়েছেন। ইলতিজা জাভেদ চিঠিতে অমিত শাহকে বলেছেন, আমার মাকে আটকের পর দিন থেকে আমাকে বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছে। মেহবুবা মুফতি আটকের পর দিন গণমাধ্যমের সঙ্গে প্রথমবার কথা বলেন ইলতিজা। এরপর তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানান তিনি। অমিত শাহকে ইলতিজা জাভেদ আরও বলেন, নিজ বাড়িতে আমাকে জন্তুর মতো খাঁচাবন্দী করে রাখা হয়েছে। কাশ্মীররা এখন জন্তুর মতো খাঁচাবন্দী রয়েছেন। খবর এনডিটিভি অনলাইনের। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার পর উপত্যকার প্রথম সারির সকল নেতাকে আটকে রেখেছে মোদি সরকার। শুক্রবার পর্যন্ত পুরো কাশ্মীর উপত্যকা অবরুদ্ধ ছিল। এ বিষয়ে ইলতিজা জাভেদ বলেন, ১৫ আগস্ট দেশের বাকি অংশগুলো ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করলেও, কাশ্মীরীরা জন্তুর মতো খাঁচাবন্দী হয়ে রয়েছেন। তারা মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, তার বাড়ির দরজা থেকে তার সঙ্গে সাক্ষাত করতে আসা মানুষজনকে ফিরিয়ে দেয়া হচ্ছে এবং তাকে বাড়ি থেকে বেরোতে দেয়া হচ্ছে না। তাকে এভাবে আটকে রাখার কারণ জানতে চেয়ে অমিত শাহকে ইলতিজা বলেন, নিরাপত্তা কর্মীরা তার আটক হওয়ার কারণ হিসেবে গণমাধ্যমের সামনে সাক্ষাতকার দেয়ার কথা উল্লেখ করেছেন। আমি আবার কথা বললে আমাকে মারাত্মক পরিণতিরও হুমকি দেয়া হয়েছে। কাশ্মীরে যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকায় তিনি একটি রেকর্ড ভয়েস নোট প্রকাশ করেছেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তি এবং এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই এক রকম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে জম্মু ও কাশ্মীর। তিনি অডিও বার্তায় বলেছেন, ‘আমার সঙ্গে একজন অপরাধীর মতো আচরণ করা হচ্ছে এবং আমি নিয়মিত নজরদারির মধ্যে রয়েছি। আমি অন্য যেসব কাশ্মীরীদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে সঙ্গে আমারও প্রাণহানির ভয় রয়েছে।
×