ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহিলা সমিতি মঞ্চে প্রাঙ্গণেমোরের ‘রক্তকরবী’

প্রকাশিত: ০৮:৪২, ১৭ আগস্ট ২০১৯

 মহিলা সমিতি মঞ্চে প্রাঙ্গণেমোরের ‘রক্তকরবী’

স্টাফ রিপোর্টার ॥ প্রাঙ্গণেমোর নাট্যদলের জনপ্রিয় প্রযোজনা ‘রক্তকরবী’। বাংলাদেশ মহিলা সমিতি ভবনের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ২৪ আগস্ট সন্ধ্যা ৭টায় নাটকটির বিশেষ মঞ্চায়ন হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘রক্তকরবী’ নাটকটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, শিশির রহমান, পলাশ, জসিম, সরোয়ার সৈকত, সাগর, রিগ্যান, সুমী, শুভেচ্ছা, মনির, শুভ, সুজয়, চৈতী, সোহাগসহ আরও অনেকে। ‘রক্তকরবী’ নাটকে দেখা যায় নন্দিনী মূর্ত হয়েছে প্রেম-ভালবাসা ও সুন্দরের প্রতীক হয়ে। এতে রাজার আকুতি থাকে নন্দিনীকে বস করে তার সৌন্দর্যে অবগাহন করার। কিন্তু নন্দিনী রঞ্জনকে ভালবাসে তাই রাজার মধ্যে প্রেম জাগিয়ে তোলে। তবে সে নিজে ধরা দেয় না। পরিণতিতে দেখা যায়, যক্ষপুরীতে রাজার শোষণ, অত্যাচার আর নিপীড়নের বিপরীতে নিজের প্রেমের মৃত্যু ঘটলেও সৌন্দর্য ও ভালবাসার প্রতীক নন্দিনী মানবিকতার পক্ষে জয় ছিনিয়ে আনে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী চরিত্রের অভিনেত্রী ও নির্দেশক নূনা আফরোজ বলেন, নন্দিনী সব সময়ের। রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন তখনও ছিল, তার আগেও ছিল, এখনও আছে, হাজার বছর পরও থাকবে সভ্যতার জন্য, মানবতার জন্য, বিদ্রোহের জন্য, ভালবাসার জন্য।
×