ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যেমন হলো ঈদের অডিও বাজার

প্রকাশিত: ০৮:৩৯, ১৭ আগস্ট ২০১৯

যেমন হলো ঈদের অডিও বাজার

গৌতম পান্ডে ॥ ঈদে নতুন নতুন গান এনে দেয় অনাবিল আনন্দ। সঙ্গীতপ্রেমীদের জন্য এবারের কোরবানির ঈদ ছিল মনোমুগ্ধকর। ঈদ উপলক্ষে অডিও ও মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে প্রায় দেড় শতাধিক নতুন গান। গান এখন শুধু শুনার বিষয় নয় দেখার বিষয়ও। দর্শক কিছু গানের মিউজিক ভিডিওতে বিনোদিত হয়েছে, আবার কিছু শ্রোতা বিনোদিত হয়েছে অডিও গানে। তবে বরাবরের মতো এবার ঈদেও কোন পূর্ণ এ্যালবাম প্রকাশ হয়নি। কারণ ডিজিটালি গান প্রকাশের এই সময়ে শিল্পীরা সিঙ্গেল গান প্রকাশ করতে আগ্রহী। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও এখন আর ১০-১২টা গান নিয়ে এ্যালবাম করতে রাজি নয়। এ বিষটিকে মেনে নিয়ে শিল্পী ও সঙ্গীত সংশ্লিষ্টরাও গান তৈরি করে যাচ্ছেন। এবার রোজার ঈদে গানে তেমন রেখাপাত করতে না পারলেও বাজারটি মোটামুটি ছিল। শ্রোতা কিছু গানের সাদ পেয়েছিল। গেল ঈদের গানের বাজারটি ছিল গড়পড়তা। একেবারে মুখ থুবড়েও পড়েনি, আবার আহামরি কোন গান চলেছে তাও বলা যাবে না। তবে খারাপ এ সময়ে কোরবানির ঈদের অডিও বাজারে প্রকাশিত দেড় শতাধিক গান কিছুটা হলেও আশার আলোর সঞ্চার করেছে। সঙ্গীত সংশ্লিষ্টরা বলছে গানে বাজার আস্তে আস্তে আশার সঞ্চার করছে। তাছাড়া ঈদের গানের অবস্থার সঠিক হিসাব-নিকাশ করতে হলে আরও সময় দিতে হবে বলে মনে করছে তারা। এবার ঈদে সাউন্ডটেক, সঙ্গীতা, লেজারভিশন, জি-সিরিজ, সিডি চয়েস, ঈগল মিউজিক, সিএমভি, সুরঞ্জলি, মাই সাউন্ড, ধ্রুব মিউজিক স্টেশনসহ বেশকিছু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বেশ কিছু নতুন গান প্রকাশ হয়েছে। তবে এর মধ্যে সিনিয়র শিল্পীদের গান ছিল একেবারেই কম। ঈদে সর্বাধিক গান ও ভিডিও নিয়ে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এর মধ্যে সিডি চয়েস থেকে আসিফ ও পুজার ‘আমি তুমিময়’, ধ্রুব মিউজিক স্টেশন থেকে আসিফের একক কণ্ঠে ‘দেবদাস’, এসএস মিউজিক ক্লাব থেকে ‘কি ছিল ভুল’, অর্ক মিউজিক স্টেশন থেকে ‘আমার বিশ্বাস’, নাজ মাল্টিমিডিয়া থেকে ‘চোখের কিনারে’ গানগুলোর ভিডিও প্রকাশ হয়েছে। এর মধ্যে ‘আমি তুমিময়’ ও ‘দেবদাস’ গানটি শ্রোতা-দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এর বাইরে আর্ব এন্টারটেইনমেন্ট থেকে বেশকিছু অডিও প্রকাশ হয়েছে আসিফের। হাবিব তার ফিচারিংয়ে তারই ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন টি কে তারেকের গান ‘অভিমানী প্রেম’। সাউন্ডটেক প্রকাশ হয়েছে ন্যান্সির গান ‘জানি না কোন কারণে’। হৃদয় খান ঈদে তার চ্যানেলে প্রকাশ করেছেন ‘জুয়াড়ি’ শিরোনামের একটি গান। সঙ্গীতা থেকে প্রকাশিত ইমরানের ‘ক্ষয়’ গানটি ছিল ঈদে প্রশংসিত। এ গানে মডেল-অভিনেত্রী টয়ার সঙ্গে পারফর্ম করেছেন ইমরান। এর বাইরে সাউন্ডটেক থেকে জিপি মিউজিকে প্রকাশ হয়েছে ইমরান ও বৃষ্টির দ্বৈত গান ‘বায়না’ ও ইমরানের একক কণ্ঠে সিডি চয়েসের ব্যানারে ‘কি জ্বালা দিলা তুমি’। এদিকে ঈগল মিউজিক থেকে প্রকাশিত তরুণ কণ্ঠশিল্পী শামস ভাইয়ের ‘ঘুম ভালবাসি’ শীর্ষক গানটি ঈদের আগে থেকেই বেশি বাজতে শোনা গেছে। এরই মধ্যে গানটির ইউটিউব ভিউ ছাড়িয়েছে ৩৭ লাখ। অন্যদিকে ঈদের উল্লেখযোগ্য গানের মধ্যে সিডি চয়েস থেকে প্রকাশ হয়েছে ফজলুর রহমান বাবুর ‘পাঠাইলা কেন সংসারে’, কাজী শুভর ‘কত ভালবাসি তোরে’, পুজার ‘তোমার দেখা যদি পাই’, তানজীব সারোয়ার ও দিল আফরোজের ‘কত ভালবাসি তোরে’, কামরুজ্জামান রাব্বির ‘কলিজাতে লাগে’সহ বেশকিছু গান। জি-সিরিজ প্রকাশ করেছে ইমন খানের ‘কেউ না’, ঐশীর ‘সত্যি করে বল’, এফ এ সুমনের ‘দূর আকাশের তারারে’সহ বেশকিছু গান। সঙ্গীতা প্রকাশ করেছে এফএ সুমনের ‘বইলা যা মাইয়া’, ইলিয়াস-অরিনের ‘তোমার কি হিংসে হয়’সহ কয়েকটি গান। এর বাইরে সিএমভি প্রকাশ করেছে কাঙ্গালিনি সুফিয়া, কনা ও মার্সেলের ‘প্রেমিক বাঙাল’, শফিকুলের ‘ভাবতে ঘেন্না লাগে’, শেখ সাদির ‘নেই হয়ে আছ’ এবং লেজারভিশন প্রকাশ করেছে আরফিন রুমি-সাবরিনার ‘বাঁচি কি করে’সহ কয়েকটি গান। এর বাইরে পুরাতন ও নতুন আরও কিছু কোম্পানি থেকেও বিভিন্ন শিল্পীর গান প্রকাশ হয়েছে ঈদে। গেল ঈদের বাজার নিয়ে ঐতিহ্যবাহী প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, গানের অবস্থা যে আগের মতো নেই সেটা সবারই জানা। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি নতুন গান প্রকাশের। ঈদসহ বিভিন্ন উৎসবে আমাদের চেষ্টা থাকে শ্রোতাদের কথা মাথায় রেখে জনপ্রিয় শিল্পীদের গান প্রকাশের। এবারও আমরা তাই করেছি। আমি মনে করি এবার ঈদের গানের বাজার ছিল মোটামুটি মানের। তবে এখনই এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দেয়া যাবে না। আরও সময় পার হলেই বুঝতে পারব আমরা। কারণ এখন তো ডিজিটালি গান প্রকাশ হয়। তাই পুরো বিষয়টা এখন দীর্ঘমেয়াদী হয়ে গেছে। এমআইবি সভাপতি ও লেজারভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান বলেন, এবার ঈদে বিভিন্ন কোম্পানি চেষ্টা করেছে নতুন গান প্রকাশের। আমরাও চেষ্টা করেছি। তবে গানের বিনিয়োগ উঠে আসতে অনেক সময় লাগে এখন। তাই এখনই কিছু বলা যাচ্ছে না। তবে গড়পড়তাই ছিল এবারের ঈদের গানের বাজার। আমরা আশায় বুক বেঁধে আছি।
×