ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের আলো নেই থানচির যে গ্রামে

প্রকাশিত: ০৮:৩৮, ১৭ আগস্ট ২০১৯

 বিদ্যুতের আলো নেই থানচির যে গ্রামে

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৬ আগস্ট ॥ সঞ্চালন লাইন ও খুঁটি রয়েছে ৩ বছর ধরে কিন্তু বিদ্যুতের আলো মেলেনি বান্দরবানের থানচি উপজেলার দুই ইউনিয়নের তিন গ্রামের দুই শতাধিক বাসিন্দার ঘরে। ফলে গ্রামে গ্রামে বিদ্যুতায়ন প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ঘোষণাকে সংশ্লিষ্ট বিদ্যুত বিভাগের কর্মকর্তারা বাধাগ্রস্ত করছেন বলে মনে করছে স্থানীয়রা। জানা গেছে, বিদ্যুতের সঞ্চালন লাইন ও খুঁটি থাকার পরও জেলার থানচি উপজেলা ক্রংক্ষ্যং পাড়ার ৮৮ পরিবার, ছাংদাক পাড়ার ৬৫ পরিবার, আপ্রুমং পাড়ার ৪৫ পরিবার এবং টিমং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ শিক্ষার্থী বিদ্যুত সুবিধা বঞ্চিত রয়েছে। থানচির আপ্রুমং পাড়ানিবাসী সদর ইউপি মেম্বার চাইসিংউ মারমা বলেন, পাড়ায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ শিক্ষার্থী অনেক কষ্ট করে বিদ্যালয়ে লেখাপড়া করছে, সোলার প্যানেল থাকলেও ফ্যান চালাতে পারে না। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপির চেষ্টায় গ্রামে গ্রামে বিদ্যুতায়নে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে থানচি উপজেলাতে বিদ্যুতের আলো জ্বালাতে ২০১৬/১৭ অর্থসালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপম্যান বোর্ডে (বিপিডিবি) অর্থায়নে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে থানচি বিদ্যুতায়ন প্রকল্পটি বাস্তবায়ন করে। চিম্বুক পাহাড়ের ওয়াই জংশন এলাকা থেকে থানচি উপজেলা শহর পর্যন্ত দুটি উপকেন্দ্রসহ বিভিন্ন পর্যায়ে মোট ৬৪ কিলোমিটার বিদ্যুত সঞ্চালন লাইন টানা হয়েছে। ’১৬ সালের ২৬ নবেম্বর বর্তমান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি চিম্বুকে বিদ্যুত সংযোগ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন। ’১৭ সালের ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে থানচি বিদ্যুতায়ন প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। থানচির ছাংদাক পাড়ানিবাসী নুমংপ্রু মারমা বলেন, বিদ্যুতের আলো জ্বালানোর জন্য আমরা দীর্ঘ দুই/তিন যুগ ধরে সরকারকে আবেদন-নিবেদন করে আসছি কিন্তু খুঁটি ও সঞ্চালন লাইন করার পরও বিদ্যুতের আলো দেখতে পারছি না। জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারি বলিপাড়া বাজার, বলিপাড়া, দাকছৈই পাড়া, হাইলমারা পাড়া, বাগান পাড়া, কমলা বাগান পাড়া, থানচি সদরের বাজার, থানচি হেডম্যান পাড়া, মরিয়ম পাড়া, সাধু যোসেফ মিশন, হাসপাতাল, বয়ক হেডম্যান পাড়া, টিএ্যান্ডটি পাড়া বিদ্যুতের আওতায় আসায় থানচি উপজেলার ৭শ’ গ্রাহক বিদ্যুততের সুবিধা পেয়েছে । ক্রংক্ষ্যং পাড়ানিবাসী সাবেক ইউপি মেম্বার মংখ্যউ মারমা ও মংচ মারমা বলেন, আমাদের পাড়ায় বিদ্যুতের সঞ্চালন লাইন ও খুঁটি বসানোর জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে ঐ সময় ২০/৩০ হাজার টাকা প্রদান করেছিলাম,সবই ঠিকঠাক দিয়েছে কিন্তু বিদ্যুতের আলো পাইনি। এদিকে বলিপাড়া ইউনিয়নের ক্রংক্ষ্যং পাড়া,থানচি সদর ইউনিয়নের ছাংদাক পাড়া, আপ্রুমং পাড়ায় খুঁটি ও সঞ্চালন লাইন সব করা হয়েছে কিন্তু তিন বছরে বিদ্যুতের আলো দেখতে পায়নি এসব এলাকার স্থানীয়রা।
×