ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিয়ের দাওয়াত না পাওয়ায় হামলা, ভাংচুর

প্রকাশিত: ০৮:৩৭, ১৭ আগস্ট ২০১৯

 বিয়ের দাওয়াত না পাওয়ায় হামলা, ভাংচুর

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৬ আগস্ট ॥ শুক্রবার ছিল আব্দুল আজিজের মেয়ের বিয়ে। এ উপলক্ষে বিয়ের গেট স্থাপন, শামিয়ানা টাঙানো ও বাড়ি সাজসজ্জা সম্পন্ন করা হয়। বিয়ে বাড়িতে মেহমানের আগমনও ঘটে। কিন্তু বিপত্তি ঘটে প্রতিবেশীকে দাওয়াত না দেয়ায়। এজন্য বিয়ের আসরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার গাংগাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের আব্দুল আজিজের বাড়িতে। হামলার সময় মেহমানরাও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, প্রতিবেশী ফজলু মিয়া, মোহাম্মদ আলী ও আহম্মদ আলীর ছেলেরা বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার মেয়ের বিয়ের আসরে হামলা চালিয়ে তছনছ করেছে। তাদের সঙ্গে গ্রামের কিছু তরুণও হামলায় যোগ দিয়েছে। আব্দুল আজিজ বলেন, আমার জানা মতে প্রায় সকলকে দাওয়াত দিয়েছি। তারপরও কেন হামলা চালানো হলো বুঝতে পারছি না। হামলার বিষয়টি তিনি থানা-পুলিশকে অবহিত করলে পুলিশ এসে সবকিছু দেখে গেছে। অভিযোগ প্রসঙ্গে ফজলু মিয়া বলেন, আব্দুল আজিজের শ্যালক মুশুলী ইউনিয়নের মাইজহাটি গ্রামের নজরুল ইসলামের কাছে আমার বোনকে বিয়ে দিয়েছি। আত্মীয়তার সুবাদে আমার ছেলে ও ভাতিজারা কয়েকদিন আগে তাদের ফুপুর বাড়িতে বেড়াতে গেলে নজরুলের স্বজনদের দ্বারা তারা অপমাণিত হয়। সেই স্বজনরা আজিজের মেয়ের বিয়েতে এসেও গালাগাল করতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে আমাদের সন্তানরা ওদের ধাওয়া দেয়। কিন্তু ভাংচুর করেছে গ্রামের অন্য লোকজন। আমাদের কেউ ভাংচুরে জড়িত নয়। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ওই গ্রামে গেলে স্থানীয়রা জানায়, দাওয়াত না পেয়ে বিয়ের আসরে হামলা ও ভাংচুর করা এক ধরনের উচ্ছৃঙ্খল আচরণ। কাকে দাওয়াত দেয়া হবে বা না হবে তা দাওয়াতকারীর স্বাধীনতা।
×