ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেটেন্টধারীর তালিকায় দ্বিতীয় স্যামসাং

প্রকাশিত: ০৮:২৭, ১৭ আগস্ট ২০১৯

 পেটেন্টধারীর তালিকায় দ্বিতীয় স্যামসাং

২০১৮ সালে যুক্তরাষ্ট্রে পেটেন্ট আবেদনকারীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং ইলেকট্রনিকস, এমনটাই জানিয়েছে মার্কিন এক পেটেন্ট সংস্থা। যুক্তরাষ্ট্রে আগের বছর ৫৮৩৬টি পেটেন্ট আবেদন করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ওনার্স এ্যাসোসিয়েশন (আইপিও)-এর পক্ষ থেকে বলা হয় ২০১৮ সালে আইবিএম-এর পেটেন্ট সংখ্যা ৯০৮৮টি। পেটেন্টধারীর দিক থেকে সপ্তম অবস্থানে রয়েছে স্যামসাংয়ের নিজ দেশের প্রতিদ্বন্দ্বী এলজি ইলেকট্রনিকস। ২৪৭৩টি পেটেন্ট নিয়ে এক বছর আগের চেয়ে এক ধাপ আগে এসেছে তারা। ২০১৮ সালের শীর্ষ ১০০টি পেটেন্টধারী প্রতিষ্ঠানের তালিকায় দক্ষিণ কোরিয়ার অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ১৭তম অবস্থানে রয়েছে স্যামসাং ডিসপে, ২২তম অবস্থানে হিউন্দাই মোটর, ৪৫তম অবস্থানে এসকে হাইনিক্স, ৫৩তম অবস্থানে এলজি ডিসপে, ৬১তম অবস্থানে এলজি কেমিক্যাল এবং ৮৭তম অবস্থানে এলজি ইনোটেক। দেশভিত্তিক অবস্থানের হিসেবে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের ছয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের, দুটি দক্ষিণ কোরিয়ার এবং একটি করে জাপান ও তাইওয়ানের।
×