ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী প্রতিষ্ঠানে এডিস নিধনে তৎপরতাই নেই

প্রকাশিত: ০৭:৫০, ১৭ আগস্ট ২০১৯

 সরকারী প্রতিষ্ঠানে  এডিস নিধনে  তৎপরতাই নেই

স্টাফ রিপোর্টার ডেঙ্গুতে চাঁদপুরে এক মাদ্রাসা ছাত্র এবং ঢাকা মেডিক্যালে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে এডিস মশার বংশবিস্তার বাড়ার শঙ্কা বেড়েছে। সরকারী নানা প্রতিষ্ঠান ঘুরে চোখে পড়েছে এডিসের লার্ভা। ধ্বংসে নেই তৎপরতা। দফায় দফায় বৃষ্টিতে জমছে পানি। সেই সঙ্গে বাড়ছে শঙ্কা। কিন্তু সচেতনতা বেড়েছে কতটুকু! সরকারী প্রতিষ্ঠানগুলোতে এডিস নিধনে কোন তৎপরতাই নেই। মিরপুর ১২ নম্বর বিআরটিসি বাস ডিপো যেন এডিস মশার চারণভূমি। চলতি মাসেই দুই দফা অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। শতাধিক পরিত্যক্ত টায়ার অপসারণের পরও চারদিকে ছড়িয়ে আছে এডিসের আবাসস্থল। বছরের পর বছর এসব বাসের মধ্যে জমে থাকা পানিতে কিলবিল করছে লার্ভা। গত ক’দিনের বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সরকারী অধিকাংশ প্রতিষ্ঠানের এ অবস্থা। মিরপুর দশ নম্বরে সুইমিং কমপ্লেক্সেও মিললো লার্ভা। সবারই কেবল দায় এড়ানোর চেষ্টা।
×