ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সচেতনতায় আগ্রহ নেই, ডেঙ্গু নিয়ন্ত্রণে কাউন্সিলররা চান অর্থ

প্রকাশিত: ০৭:৪৯, ১৭ আগস্ট ২০১৯

  সচেতনতায় আগ্রহ নেই, ডেঙ্গু নিয়ন্ত্রণে কাউন্সিলররা  চান অর্থ

স্টাফ রিপোর্টার ॥ লোকবল, ফগার মেশিন ও অর্থের সঙ্কটে এলাকাভিত্তিক ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার হচ্ছে না বলে মন্তব্য রাজধানীর দুই সিটির অধিকাংশ ওয়ার্ড কাউন্সিলরের। তবে কাউন্সিলরদের এমন মনোভাবের সমালোচনা করে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, অর্থ বরাদ্দ নয়, এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। এ অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, কোন অজুহাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে গাফিলতি দেখলে, কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। ঢাকা দক্ষিণ সিটির ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কাজল বলেন, পর্যাপ্ত পরিমাণ মশার ওষুধ যেটা আমাদের দরকার তা নেই। লোকবলও কম। লোকবল ও মেশিন বাড়াতে হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ সমর রায় বলেন, আমি ফগার মেশিন পর্যন্ত যেতে চাই না, তার আগে ওনাদের ভূমিকা আছে। সেই ভূমিকা ওনারা পালন করুক। ওনার বড় শক্তি হচ্ছে জনগণ, দলের কর্মী। উনি যদি মনে করেন কাজ করবেন, তাহলে ওনার এতবড় শক্তি নিয়ে কাজ করলে ওনার বাকির কাজের কোন সমস্যা হওয়ার কথা না। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘কাউন্সিলররা যদি কোথাও সক্রিয় না থাকে তাহলে আপনারা তথ্য দেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সঙ্কট থাকলে তারা আমাদের কাছে বলুক আমরা ব্যবস্থা নেব।’ স্থায়ী সমাধানের জন্য এডিস মশা মারার চেয়ে বংশবৃদ্ধি রোধ করা বেশি জরুরী বলেও মনে করেন বিশেষজ্ঞরা।
×