ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোঃ ফজলুর রহিম রিমন;###;শিক্ষক, ধানমন্ডি আইডিয়াল স্কুল;###;জিগাতলা, ঢাকা-১২০৯।;###;মোবাইলঃ ০১৬৮০৫৫১৬৫৪ ;###;ই-মেইলঃ [email protected]

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান

প্রকাশিত: ০৬:১২, ১৭ আগস্ট ২০১৯

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান

রেওয়ামিল শিক্ষার্থী বদ্ধুরা আজ থাকছে রেওয়ামিল অধ্যায় হতে আলোচনা। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের উদ্ধৃত্ত সমূহ নিয়ে হিসাব বর্ষের শেষ দিনে যে বিবরনী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। মূলত খতিয়ানের ডেবিট ব্যালেন্স সমূহ রেওয়ামিলের ডেবিট পাশে ও খতিয়ানের ক্রেডিট ব্যালেন্স সমূহ রেওয়ামিলের ক্রেডিট পাশে বসিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিল মূলত কোন হিসাব নয়, একটি বিবরণী মাত্র। শুধু মাত্র হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়। যদি রেওয়ামিল প্রস্তুতের পর এর ডেবিট ও ক্রেডিট উভয় দিকের যোগফল মিলে যায়, তবে গাণিতিক ভাবে জাবেদা ও খতিয়ান প্রস্তুত সঠিক হয়েছে বলে বিবেচিত হয়। এই অধ্যায়ের অংক সমাধান করার জন্য চলতি সম্পদ, চলতি দায়, দীর্ঘ মেয়াদী দায় , মালিকানাস্বত্ব, সমন্বিত ক্রয়, বিক্রিত পন্যের ব্যয়, কোন হিসাব ডেবিট দিকে যাবে, কোন হিসাব ক্রেডিট দিকে যাবে, কোন কোন হিসাবগুলো রেওয়ামিলে আসবেনা এই বিষয়গুলো ভালো করে জেনে রাখবে। তোমাদের সুবিধার্থে কয়েকটি বিষয় নিম্নে তুলে ধরা হলোঃ রেওয়ামিলের ডেবিট পাশে আসেঃ ** সকল প্রকার সম্পদ ** সকল প্রকার ব্যয় ** অগ্রিম ব্যয় ** বকেয়া আয়/ প্রাপ্য আয় রেওয়ামিলের ক্রেডিট দিকে আসেঃ **সকল ধরনের আয় ** সকল দায় ** মালিকানাস্বত্ব ** বকেয়া ব্যয় সমূহ ** অগ্রিম আয় সমূহ যে সকল হিসাব সমূহ রেওয়ামিলে আসবেনা তা হলোঃ ১.প্রারম্ভিক হাতে নগদ (০১.০১ৃ) ২.প্রারম্ভিক ব্যাংক জমা (০১.০১....) ৩. সমাপনী মজুদ পন্য (৩১.১২...) ৪.সম্ভাব্য দায় তবে প্রশ্নে যদি “সমন্বিত ক্রয়” থাকে সেক্ষেত্রে সমাপনী মজুদ পন্য রেওয়ামিলের ডেবিট পাশে বসবে। তখন প্রারম্ভিক মজুদ পন্য ও ক্রয় রেওয়ামিলে আসবে না। সমন্বিত ক্রয় = (প্রারম্ভিক মজুদ পন্য+ ক্রয়) - সমাপনী মজুদ পন্য এই অধ্যায় হতে “ক” এর জন্য “কোন কোন হিসাবগুলো রেওয়ামিলে আসবেনা তার পরিমান, চলতি সম্পদ, চলতি দায়, দীর্ঘ মেয়াদী দায় ,মুনাফা জাতীয় আয়/ব্যয়,মূলধন জাতীয় প্রাপ্তি/প্রদান” ইত্যাদি নির্ণয় করতে বলা থাকতে পারে। “খ”ও “গ” এর জন্য “রেওয়ামিল প্রস্তুত করন , মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পার্থক্য,মোট সম্পদ/দায়ের পরিমান নির্নয়, অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধভাবে প্রস্তুত,অনিশ্চিত হিসাব প্রস্তুত” ইত্যাদি বলা থাকতে পারে। (পরবর্তীতে এই অধ্যায়ের অংক ও তার সমাধান নিয়ে আলোচনা করা হবে।)
×