ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে সংঘর্ষে তিন পাকি ও ৫ ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: ১২:১৫, ১৬ আগস্ট ২০১৯

 কাশ্মীরে সংঘর্ষে  তিন পাকি  ও  ৫ ভারতীয়  সেনা নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের তিন ও ভারতের পাঁচ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খবর ডন ও এএনআইয়ের। দেশটির সেনা মুখপাত্রের দাবি, বৃহস্পতিবার ভারতীয় বাহিনী কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণ বাড়ালে জবাব দেয় তারা। তবে কাশ্মীরে সেনা নিহতের খবর অস্বীকার করেছে ভারতের সেনাবাহিনী। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় বলেন, ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাবর্ষণ বাড়িয়েছে। এর আগে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের টুইট বার্তায় বলা হয়, ‘জম্মু কাশ্মীরের বিপজ্জনক পরিস্থিতি থেকে মনোযোগ সরানোর চেষ্টায় ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় গোলাবর্ষণ বাড়িয়েছে। তিন পাকিস্তানী সেনা শাহাদাতবরণ করেছে। পাকিস্তান সেনাবাহিনীও জবাব দিয়েছে। পাঁচ ভারতীয় সেনাকে হত্যা করা হয়েছে, বহু আহত হয়েছে, বাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। থেমে থেমে গোলাবর্ষণ এখনও চলছে’।
×