ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিরতি হজ ফ্লাইট শুরু“ কাল

প্রকাশিত: ১২:১৩, ১৬ আগস্ট ২০১৯

ফিরতি হজ  ফ্লাইট শুরু“ কাল

জনকণ্ঠ ডেস্ক ॥ ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল ১৭ আগস্ট থেকে। ফ্লাইটের এ কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়। তথ্যমতে, সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় এ বছর হজ করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৫৯৮ হজ এজেন্সির মাধ্যমে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। হজ শেষে এবার তারা দেশে ফেরার অপেক্ষায়। তবে ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ বছর হজ করতে গিয়ে গত ১৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৭২ জন। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ৬ জন এবং জেদ্দায় একজন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ৬৩ জন এবং নারী ৯ জন।
×