ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনে ‘কমিশন’ গঠনের দাবি তথ্যমন্ত্রীর

প্রকাশিত: ১২:০৯, ১৬ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধু হত্যার নেপথ্য  কুশীলবদের মুখোশ  উন্মোচনে ‘কমিশন’  গঠনের দাবি  তথ্যমন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যদের নৃশংস হত্যাকান্ডে জড়িত নেপথ্যে নায়কদের মুখোশ উন্মোচনে ‘কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খবর বাসসর। বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ডের নীলনক্সা প্রণয়নের ষড়যন্ত্রকারী নেপথ্যের নায়কদের মুখোশ উন্মোচন করে বিচারের আওতায় আনা প্রয়োজন।’ তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা শুধু ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে নয়, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে হত্যার ষড়যন্ত্র ছিল।’ এর আগে সকালে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় চায়নি, এদেশ স্বাধীনতা পাক তা চায়নি- সেই বিদেশী চক্র এবং যারা স্বাধীনতার পরও পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার চক্রান্তে লিপ্ত ছিলেন, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’ বঙ্গবন্ধুকে চিরঞ্জীব উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু তারা তা পারেনি। বঙ্গবন্ধু ইতিহাসে অমর হয়ে রয়েছেন আর সেই ষড়যন্ত্রকারীরাই মুছে গেছে।’
×