ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শোকাবহ আগস্টে কালো হলো বিজয়ের লোগো

প্রকাশিত: ১১:৫৩, ১৬ আগস্ট ২০১৯

শোকাবহ আগস্টে কালো হলো বিজয়ের লোগো

সংস্কৃতি ডেস্ক ॥ চলছে বাঙালীর শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালী জাতি হারিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রতিটি গণমাধ্যম এই মাসটিকে আলাদা গুরুত্ব দিয়ে অনুষ্ঠানমালা সাজায়। ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বিজয় টিভি। ভিন্ন ধারায় শোকাবহ আগস্ট পালন শুরু করে শিক্ষা উপমন্ত্রীর মালিকানাধীন এই টেলিভিশন। বিনোদনের রঙিন আবহে বিজয় টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মোচিত সাদা ও লাল রঙের লোগো আগস্ট মাসের শুরুতেই বদলে গেছে শোকের রং কালোতে। শুধু তাই নয়, টেলিভিশনের স্ক্রলের রংও করা হয়েছে কালো। শোকাবহ আগস্টের প্রথম দিনে বিজয় টিভির নির্বাহী পরিচালক, নায়লা বারী শোকাবহ আগস্টে তাদের এই ভিন্নধর্মী উদ্যোগের বিষয়ে বলেন, আগস্ট হলো শোক ও লজ্জার স্মরণের মাস। আর এই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে বিজয় টিভি প্রথমেই তাদের গাইড লাইনে এ বিষয়টি রেখেছে। দর্শক-শ্রোতা ও শুভানুধ্যায়ীদের বিশেষভাবে উপলব্ধির জন্য আমরা আমাদের কালারফুল লোগোতে শোকের প্রতীক বদলে কালো রঙের পরিবর্তন এনেছি। প্রসঙ্গত এই প্রথম বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে এ ধরণের উদ্যোগ এটিই প্রথম। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই শোকের মাসে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের হত্যাকাে র নানা বিষয় তুলে ধরা হয় কিন্তু স্টেশনের লোগোতে বদল করে এমন শোক প্রকাশের উদ্যোগ কেউ কখনও নেয়নি। বিজয় টিভি গণমানুষের বিনোদন নিয়ে কাজ করে। একই সঙ্গে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এ গণমাধ্যমটি জাতীয় শোক দিবসের জন্য দুটি ব্যতিক্রমী অনুষ্ঠানও নির্মাণ ও প্রচার করেছে।
×