ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদে নাগরিক টিভিতে মুজিব পরদেশী

প্রকাশিত: ১১:৫১, ১৬ আগস্ট ২০১৯

ঈদে নাগরিক টিভিতে মুজিব পরদেশী

সংস্কৃতি ডেস্ক ॥ মুজিব পরদেশী। অনেকটাই নিভৃতচারী ও প্রচার বিমুখ শিল্পী। গ্রাম বাংলার শ্রোতা দর্শকের ভীষণ প্রিয় একজন শিল্পী। কাজের বাইরে নিজেকে আড়ালে রাখতেই ভালবাসেন। কিন্তু শ্রোতা দর্শকের জন্যই সেই আড়াল ভাঙ্গেন বার বার তিনি। বেশ কিছুদিন বিরতির পর আবারও মুজিব পরদেশী সরাসরি নাগরিক টিভির ঈদ আয়োজনে সরাসরি গাইবেন। ঈদের পঞ্চম দিন আজ শুক্রবার রাত ১১-২০ মিনিটে মুজিব পরদেশী ‘গানের মেলা’ অনুষ্ঠানে নিজের ছেলে সজিব পরদেশীকে সঙ্গে নিয়ে সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন। মুজিব পরদেশী বলেন, স্টেজ এ গান গাইতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু টিভিতে গাইতে স্টেজের মতো স্বাচ্ছন্দ্যবোধ না করলেও ইদানীং বেশ ভালই লাগে। কারণ টিভিতেও অনেক ভক্ত দর্শক ফোন করে আমার খোঁজ খবর নেন, আবার তাদের ভাললাগার গানগুলোর জন্যও অনুরোধ করেন। ধন্যবাদ নাগরিক টিভিকে ঈদের আনন্দের সঙ্গে আমাকে রাখার জন্য। আশা করছি অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হয়ে উঠবে। এদিকে আপাতত নতুন কোন গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে হাজির হচ্ছেন না তিনি। ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর গান বাংলায় আবারও প্রকাশ হয় মুজিব পরদেশীর গাওয়া বিখ্যাত গান ‘সাদা দিলে কাঁদা লাগাই গেলি’ গানটি। গানটি সাইদুল ইসলামের লেখা এবং মুজিব পরদেশীরই সুর করা। এরই মধ্যে গানটি ২৩ লাখ ২৩ হাজারেও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন আবারো। ১৯ বছর আগে মুজিব পরদেশী তার বাবা ইউসুফ আলী মোল্লাকে হারিয়েছিলেন। এতদিন মায়ের আঁচলেই নিজেকে গুটিয়ে রেখেছিলেন। শেষ ভরসার স্থান সেই মা রেসিয়া বেগমও ২০১৭ সালের ৪ অক্টোবর বুধবার ভোর পাঁচটায় তার হাতে থাকাকালীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মার বয়স হয়েছিল ৮২ বছর। মুজিব পরদেশী বলেন, এতদিন মা বেঁচে ছিলেন। তার কাছেই আমার সব সুখ দুঃখের গল্প শেয়ার করতাম। এখন মা নেই। কে হবে আমার সুখ দুঃখের সঙ্গী আমি জানি না। তবে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মাকে বেহেস্ত নসীব করেন। মুজিব পরদেশীর আসল নাম মুজিবর রহমান মোল্লা। উপমহাদেশের প্রখ্যাত তবলা বাদক মিলন ভট্টাচার্য্য মুজিব পরদেশীর ঘনিষ্ঠ বন্ধু বলেও জানান মুজিব। মুজিব পরদেশীর ছেলে সজিব পরদেশীর বাবার গানে অনুপ্রাণিত হয়েই নিজেকে সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।
×