ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাথলেটিক্সে আসছেন বিদেশী কোচ

প্রকাশিত: ১১:৪৯, ১৬ আগস্ট ২০১৯

এ্যাথলেটিক্সে আসছেন বিদেশী কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ এসএ গেমসের আগে প্রস্তুতির জন্য বিদেশী কোচ আনছে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সহায়তায় দক্ষিণ আফ্রিকার গডউইন ওডিনুকেইজের সঙ্গে মাসিক তিন হাজার ডলারের চুক্তি করতে যাচ্ছে ফেডারেশন। এছাড়া স্প্রিন্ট, জাম্প ও হার্ডলসের সেরাদের থাইল্যান্ডে প্রস্তুতির জন্য পাঠাতে চায় ফেডারেশন। ট্র্যাক এ্যান্ড ফিল্ডে এ্যাথলেটদের পারফর্মেন্স নিয়ে খুশি হওয়ার উপায় নেই। গেমসগুলোতে নামমাত্র অংশ নিয়ে ফিরতে হচ্ছে বারে বারে! সামনে এসএ গেমস, গতবার মাত্র একটি তাম্রপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে ফেডারেশন এবার আশাবাদী আগের আসরের চেয়ে ভাল ফল করার ব্যাপারে। স্প্রিন্ট, হার্ডলস ও জাম্পে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কর্তারা। আনা হচ্ছে বিদেশী কোচ। দক্ষিণ আফ্রিকান গডউইন ওডিনুকেইজের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছেন তারা। তবে কোন কারণে যদি তিনি না আসেন সেক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে ফেডারেশন।
×