ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাশেজ সিরিজ, লর্ডস টেস্ট

বার্নসের অর্ধশতকের পর ধস ইংল্যান্ডের

প্রকাশিত: ১১:৪৮, ১৬ আগস্ট ২০১৯

বার্নসের অর্ধশতকের পর ধস ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহাসিক এ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে নতুন এক ঘটনা দেখেছিল ক্রিকেট বিশ্ব। ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটেও জার্সিতে নাম ও নাম্বার। আর লর্ডসে দ্বিতীয় টেস্টে দেখা গেছে লাল রংয়ের ক্যাপ ও জার্সির পেছনে লাল রংয়ের নাম্বার। প্রথমদিনটা পুরোপুরি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সাবেক অধিনায়ক এ্যান্ড্রু স্ট্রসের গঠন করা রুথ স্ট্রস ফাউন্ডেশনের ফুসফুস ক্যান্সার সচেতনতার অংশ হিসেবে এভাবেই দ্বিতীয়দিন নেমেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দল। কিন্তু সেই লাল রক্তের রংয়ে ইংলিশদের রঞ্জিত করেছে অসি বোলাররা। ওপেনার রোরি বার্নস ৫৩ রানের একটি দারুণ ইনিংস খেললেও অসি পেসারদের দাপটে মাত্র ১৩৮ রানেই ৬ উইকেট হারায় ইংল্যান্ড। প্রায় সাড়ে ৭ মাস পর টেস্ট দলে ফিরেই মূল ধ্বংস চালিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। ৩ উইকেট শিকার করেছেন তিনি। সেখান থেকে লড়াই চালিয়ে যাওয়ার চাপটা ইংলিশ টেল এন্ডারদের কাঁধেই বর্তেছে। প্রথম টেস্ট খেলার সুযোগ হয়নি হ্যাজলউডের। সে জন্যই হয়তো তিনি এতটা ভয়ঙ্কর হয়ে উঠলেন লর্ডস টেস্টের দ্বিতীয়দিন। প্রথমদিন টস পর্যন্ত হতে পারেনি বৃষ্টির দাপটে। ভেজা আবহাওয়ায় তাই টস জিতেই দ্বিতীয়দিন বোলিং নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। ইনিংসের দ্বিতীয় ওভারেই জেসন রয়কে (০) সাজঘরে ফেরান হ্যাজলউড। দলীয় ২৬ রানের সময় ইংলিশ অধিনায়ক জো রুটকেও (১৪) শিকার করেন তিনি। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে সিডনিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ডানহাতি পেসার হ্যাজলউড। এবার লর্ডস টেস্ট দিয়ে ফিরেছেন তিনি। আর ইংল্যান্ড দলে এদিন অভিষেক হয়েছে বার্বাডোজ বংশোদ্ভূত পেসার জোফরা আর্চারের, মঈন আলীর পরিবর্তে নেমেছেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। রুথ স্ট্রস ফাউন্ডেশনের হয়ে ফুসফুসের ক্যান্সার বিরোধী প্রচারণার অংশ হিসেবে বিশেষ জার্সি ও ক্যাপ পরে নামা ইংল্যান্ড দলকে হ্যাজলউড প্রথমেই যে ধাক্কাটা দিয়েছেন তা কাটিয়ে উঠতে পারেনি তারা। অবশ্য তৃতীয় উইকেটে বার্নস ও জো ডেনলি ৬৬ রানের জুটি গড়েছিলেন। কিন্তু ডেনলি ৩০ রান করে ওই হ্যাজলউডেরই তৃতীয় শিকারে পরিণত হলে এ জুটিটাও ভেঙ্গে গেছে। পিটার সিডল ও প্যাট কামিন্সও আগুনের গোলা ছুড়ে যান অব্যাহতভাবে। শুধু বার্নস একাই লড়াই চালিয়ে যান। ফিফটিও তুলে নেন। ইংলিশদের এই ভরসাকেও কামিন্স শিকার করেন। বার্নস ১২৭ বলে ৭ চারে ৫৩ রান করেন। খুব দ্রুতই জস বাটলারকেও (১২) তুলে নেন সিডল। এই তিন পেসারের সঙ্গে পরে যোগ দেন
×