ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় চার হত্যা মামলার সাক্ষীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১১:৩৩, ১৬ আগস্ট ২০১৯

সাতক্ষীরায় চার হত্যা মামলার সাক্ষীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ চিংড়ি ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতার নেতৃত্বে চার হত্যা মামলার সাক্ষী আমিরুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে শ্যামনগর উপজেলার পারশেমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম (৪০) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেমারী গ্রামের আব্দুল ওহাব সরদারের ছেলে। নিহতের স্ত্রী নাছিমা খাতুন জানান, পারশেমারী গ্রামের ১০০ সাধারণ মানুষের ৫০০ বিঘা চিংড়ি ঘের করা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল আসাদুল আল গালিব, মাওলানা নুরন্নবী, আকিজউদ্দিন, আজিজুল ইসলামের সঙ্গে একই গ্রামের ওয়াজেদ জোয়ার্দারের ছেলে জামায়তের কেন্দ্রীয় নেতা মিলন জোয়ার্দার, তার ভাই জামায়াত নেতা ছয় হত্যা, নাশকতাসহ ২৮ মামলার আসামি রবিউল জোয়ার্দার, মজিদ মেম্বরসহ একটি মহলের। এ বিরোধকে কেন্দ্র করে ২০০৯ সালে আকিজউদ্দিন, ২০১৪ সালে মাওলানা আসাদুল আল গালিব, একই বছরে আজিজুল ইসলাম ও ২০১৫ সালে মাওলানা নুরন্নবীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া এ ঘের নিয়ে মারপিটের মামলা হয়েছে কয়েকটি। ওইসব হত্যা ও মারপিটের মামলার সাক্ষী ছেলে আমিরুল ইসলাম। নিহতের স্ত্রীর অভিযোগ, তার স্বামী যাতে ওইসব মামলায় আদালতে সাক্ষ্য দিতে না যায় সেজন্য তাকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল রবিউল জোয়ার্দার ও তার লোকজন। রবিউল বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার পর খুলনায় অবস্থান করত। বুধবার সকালে সে এলাকায় ফিরে আসে। বুধবার সন্ধ্যায় চা ও পান খাওয়ার জন্য রাস্তার ওপর দাঁড়িয়ে থাকাকালীন রবিউল জোয়ার্দারের নেতৃত্বে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় আমিরুলকে। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য ট্রলারে তোলার পরপরই সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। শেরপুরে দিনমজুর নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, নকলায় মজুরির পাওনা টাকা চাওয়ায় গৃহস্থের হামলায় জলিল মিয়া (৫৬) নামে এক দিনমজুর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের নামাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত জলিল স্থানীয় মৃত ছফর উদ্দিনের ছেলে। দুপুরে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নকলা উপজেলার চরমধুয়া নামাপাড়া এলাকার হাজী মোশারফ হোসেনের কাছে মজুরির ৭শ’ টাকা পাওনা চাইতে গেলে দিনমজুর জলিলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোশারফ উত্তেজিত হয়ে জলিলকে তাড়া করলে পাশের হানিফ মিয়ার বাড়িতে গিয়ে তিনি আশ্রয় নেন। কিন্তু মোশারফ সেখান থেকে জলিলকে টেনে হেঁচড়ে বের করে গলা চেপে ধরে ওপরে তুলে মাটিতে আছাড় দিলে জলিল গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে মোশারফ পালিয়ে যান। বাগেরহাটে গৃহবধূ স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মিনারা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে পাষ- স্বামী পারভেজ সিকদার। বুধবার রাতে পারিবারিক কলহের জেরে উপজেলার মাধবকাঠি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী পারভেজ শিকদারকে আটক করেছে। নিহতের বোন মুন্নি বেগম জানান, মিনারা বেগম এলাকায় কবিরাজি চিকিৎসা দিয়ে সংসার চালাত। মিনারের স্বামী পারভেজ শিকদার বেকার জীবনযাপন করছিল। কোন আয় উপার্জন না করায় তাদের মধ্যে ঝগড়া হতো। তাকে কাজের কথা বললেই মিনারা বেগমকে প্রায়ই মারধর করত। বুধবার বাড়িতে আর কেউ না থাকায় তাকে পরিকল্পিত কুপিয়ে হত্যা করে খাটের ওপর লাশ কাপড় দিয়ে ঢেকে রাখে। আমরা এ ঘটনায় দোষীদের বিচার দাবি করছি। যশোরে যুবক খুন স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, প্রতিপক্ষের হামলায় মিনারুল ইসলাম নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার রাত ২টার দিকে হাসপাতালে আনলে তার মৃত্যু হয়। মিনারুল ইসলাম সদর উপজেলার সালতা গ্রামের সদর আলী গাজীর ছেলে। নিহতের ভাই আক্তারুজ্জামান জানান, বুধবার রাত ১২টার দিকে মিনারুনকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করে বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে। গাইবান্ধায় যুবক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ পৌর এলাকায় পৃথক স্থান থেকে অজ্ঞাত যুবকসহ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ জনৈক ভ্যানচালক গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম জানান, সকালে এক ভ্যানচালক অজ্ঞাত এক যুবককে ভ্যানযোগে হাসপাতালে নিয়ে এসে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে জানায়। এরপর তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায় সে। জানা গেছে, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নওগাঁয় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, রাণীনগরে নিখোঁজের দু’দিন পর খাল থেকে সাইফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাঁশবাড়িয়ার পৌতাপাড়া মুক্তিযোদ্ধা সেতুর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাইফুল উপজেলার পৌতাপাড়া গ্রামের মৃত এলাহী আকন্দের ছেলে। জানা গেছে, সাইফুল ইসলাম মঙ্গলবার বিকেলে স্থানীয় বাজারে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এর পর রাতে আর বাড়িতে ফিরে আসেনি। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়নি। খালের পারে তার স্যান্ডেল পরে থাকতে দেখে তারা খালের পানিতে খুঁজতে থাকে। এক পর্যায়ে পানির মধ্যে তার লাশের সন্ধান পায়।
×