ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জলঢাকায় দুই গ্রুপের সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২২

প্রকাশিত: ১১:৩৩, ১৬ আগস্ট ২০১৯

জলঢাকায় দুই গ্রুপের সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২২

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের পাশাপাশি সমাবেশ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশসহ ২২ জন আহত হয়েছে। অতিরিক্ত পুলিশ গিয়ে ১৩ রাউন্ড টিয়ারশেল ও ১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জন্য এলাকাবাসীসহ অনেকেই জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টুকে দায়ী করেছে। আহতদের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএ, জলঢাকা থানার এসআই মামুনুর রশীদ, একই থানার কনস্টেবল মেহেদী হাসান, রুবেল হোসেন, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম, পথচারী শাহিনুর রহমান (৪২), দুলাল হোসেন ও সাংবাদিক সেফাউল ইসলাম। সুনামগঞ্জ নিজস্ব সংবাদদাতা সুনামগঞ্জ থেকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর র‌্যালিতে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের সমর্থকদের মধ্যে এই ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের নেতৃত্বে শহরের রজিম বিপণির জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শহরে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর থানার সম্মুখে আসলে বিপরীত দিক থেকে সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের নেতৃত্বে অপর একটি র‌্যালি মুখোমুখি হলে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধুকে লেখা চিঠির প্রদর্শনী স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চাও’ সেই স্বপ্ন জানিয়ে বঙ্গবন্ধুকে চিঠি লিখেছে শিক্ষার্থীরা। এসব চিঠি থেকে বাছাই করে তিন গ্রুপে নয়জনকে পুরস্কৃত করা হয়। এসব পত্রে নতুন জন্মের শিশুদের নানা সৃজনশীলতা প্রকাশ পায়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিয়ে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শিশুদের আঁকা এসব ছবি দিয়ে প্রতিষ্ঠানটির পুরো সভাকক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়। আর প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুকে লেখা শিশুদের পত্রগুলোও। ব্যতিক্রম আয়োজনটি করে শহরের পিপিআই রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজে। বৃহস্পতিবার দুপুরে প্রদর্শনী উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মেজর শরিফ উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খান মোঃ নাজমুস সোয়েব প্রমুখ।
×