ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আমাদের দায়িত্ব সে লক্ষ্যে কাজ করা ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ১১:২৯, ১৬ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আমাদের দায়িত্ব সে লক্ষ্যে কাজ করা ॥ প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আমাদের দায়িত্ব হবে সে লক্ষ্যে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা। তা হলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে। বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক রক্তদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি ১৯৭৫ সালের এ দিনে পরিবার পরিজনসহ নির্মম হত্যাকা-ের শিকার হন। এটা ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা ও কলঙ্কময় রাত। তিনি বলেন,বাঙালী জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে। রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। জাতির পিতাসহ তার পরিবারবর্গ যারা আজকের এই দিনে শহীদ হয়েছিলেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। প্রধান বিচারপতি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার শাহাদাতবার্ষিকীতে সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পবিত্র কোরান খতম, মোনাজাত ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে। জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আমাদের দায়িত্ব হবে সে লক্ষে কাজ করে তার স্বপ্ন পূরণ করা। তাহলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে। পবিত্র কোরান খতম, মোনাজাত ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণকারীদের বিশেষ ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া এ আয়োজনে সহযোগিতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধান বিচারপতি। এর আগে সকালে প্রধান বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান বিচারপতি উদ্বোধনের পর সুপ্রীমকোর্ট অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে রক্তদান কর্মসূচী শুরু হয়। বাংলাদেশ সুপ্রীমকোর্ট আয়োজিত রক্তদান কর্মসূচীতে সহযোগিতা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দা হাফসা ঝুমার সঞ্চালনায় অনুষ্ঠানে সুপ্রীমকোর্টের আপীল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
×