ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ১৪ দলের লড়াই চলবে ॥ নাসিম

প্রকাশিত: ১১:২৮, ১৬ আগস্ট ২০১৯

অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ১৪ দলের লড়াই চলবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম যত দ্রুত সম্ভব বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৪ দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ দাবি জানান। মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। যতদিন পর্যন্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে। ১৪ দল বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আগেও ঐক্যবদ্ধ ছিল, এখনও ঐক্যবদ্ধ আছে। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ১৪ দলের লড়াই চলবে। এ সময় অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর নেতা মোর্শেদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের নেতারা সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৪ দলের নেতারা বনানী কবরস্থানে শাহাদাত বরণকারী জাতির পিতার পরিবারের সদস্য ও জাতীয় তিন নেতারা কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
×