ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১১:২৮, ১৬ আগস্ট ২০১৯

শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের জাতীয় শোক দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বৃহস্পতিবার বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এদিনে ইসলামিক ফাউন্ডেশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ), মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), পরিবার পরিকল্পনা ও সমবায় অধিদফতরে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথক কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এসব প্রতিষ্ঠানের কর্মসূচী মধ্যে ছিল আলোচনাসভা, শোক র‌্যালি, পুষ্পমাল্য অর্পণ, বিনামূল্যে চিকিৎসা এবং মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। খবর সূত্র প্রেসি বিজ্ঞপ্তি। ইসলামিক ফাউন্ডেশন ॥ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গবর্নরসের গবর্নর ও সাবেক সচিব সিরাজ উদ্দীন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যেসব ষড়যন্ত্রকারীরা যুক্ত ছিল তাদের মরণোত্তর বিচার করা হোক। এ দেশের সাধারণ জনগণ বঙ্গবন্ধুকে হত্যা করেনি। তাঁকে হত্যা করেছে একাত্তরে পরাজিত শক্তি ও কুচক্রীরা। ১৫ আগস্ট, বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তনে আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যে উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন তা এখনও পূরণ হয়নি। তিনি চেয়েছিলেন দেশের সব মসজিদের নির্মাণ, সংস্কার, সংরক্ষণ ও গবেষণার কাজ করবে ইসলামিক ফাউন্ডেশন। বিএসএমএমইউ ॥ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা অর্থাৎ অধ্যাপকরা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। শোক দিবসে রোগীদের এক্সরে, ইসিজি, রক্ত পরীক্ষাসহ রুটিন পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করা হয়। সকাল ৯টায় বহির্বিভাগে এই মহতী সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। মোট ৩ হাজার ৫শ ২৩ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ॥ জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাবগম্ভীর ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। গতকাল ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এর নেতৃত্বে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি শোক র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিডিইউ ॥ ১৫ আগস্ট বৃহস্পতিবার জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। সকাল ১০টায় ধানম-ির ৩২ নম্বরে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোঃ আশরাফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকাল ৮টায় কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন এর পক্ষ থেকে ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। নোবিপ্রবি জাতীয় শোক দিবস পালিত ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন বিভাগ, সংগঠন ও পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলমসহ অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলসমূহের প্রভোস্ট, প্রক্টর, দফতরসমূহের পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এ্যাসোসিয়েশনের নেতাসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। পরিবার পরিকল্পনা অধিদফতর ॥ এদিন পরিবার পরিকল্পনা অধিদফতর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে কোরানখানি, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচী শুরুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ক্রমে ধানম-ি ৩২নং সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সদর দফতর ও এর আওতদাধীন ঢাকার মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এ্যান্ড ট্রেনিং সেন্টার, মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, কেন্দ্রীয় পণ্যাগার, ঢাকা বিভাগ ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী এতে অংশগ্রহণ করে। সমবায় অধিদফতর ॥ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদারের নেতৃত্বে কলাবাগান ক্রীড়াচক্র মাঠ সংলগ্ন রাস্তা থেকে র‌্যালি করে ধানম-ি ৩২ এ স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার, বিসিএস (সমবায়) এ্যাসোসিয়েশন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও সমবায় অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন ॥ (বিএসটিআই)-এর মাহাখালীর বিএসটিআই কোয়ার্টার্স মসজিদে কোরান খতম এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএসটিআই’র মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসাইনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ॥ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১৫ আগস্ট ঢাকার আগারগাঁও কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক।
×