ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান ও ভারতে বন্যায় মৃত বেড়ে ২৫৪

প্রকাশিত: ১১:১৩, ১৬ আগস্ট ২০১৯

পাকিস্তান ও ভারতে বন্যায় মৃত বেড়ে ২৫৪

পাকিস্তান ও ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫৪-এ দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে মারা গেছে দুই শ’ ২৭ ও পাকিস্তানে ২৭জন। খবর এনডিটিভি ও ডন অনলাইনের। খবরে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভারতের কেরল, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখ- ও পশ্চিমবঙ্গ। তবে সব থেকে বিপর্যস্ত অবস্থা কেরলে। সেখানে সরকারীভাবে মৃতের সংখ্যা ৮০, নিখোঁজ ৫৮ জন। চারদিনে কেরলের প্রায় ৮০টি ভূমিধস হয়েছে। বাড়ি ছাড়া প্রায় তিন লাখ মানুষ। কেরলের কৃষিমন্ত্রী ভিএস সুনীল কুমার জানিয়েছেন, ১৮ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই রাজ্যের ৮১ হাজার কৃষক। আর্থিক ক্ষতির পরিমাণ ৮০০ কোটি টাকা। কেরল ছাড়াও কর্ণাটক, কঙ্কন অঞ্চল, ওড়িশা ও মহারাষ্ট্রের বিদর্ভে আরও অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে। এদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের মধ্যে বিভিন্ন ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু ও আরও ৪৬ জন আহত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়ার পর থেকে চার দিন ধরে টানা বৃষ্টিপাতের সময়টিতে কয়েকটি এলাকায় ব্যাপক বিপর্যয় দেখা দেয়, এলাকাগুলো বিদ্যুতবিহীনও হয়ে পড়ে। করাচি নগরীর সুরজানি টাউন এলাকায় সর্বোচ্চ ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ১২টি আবহাওয়া স্টেশনে ১৫৮ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার থেকে সিন্ধুতে ফের মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আরেকটি পর্ব শুরু হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দফতর।
×