ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার যুগেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠেনি!

প্রকাশিত: ১১:১২, ১৬ আগস্ট ২০১৯

চার যুগেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠেনি!

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৫ আগস্ট ॥ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণধারী আফছার বাহিনীর এক সক্রিয় বীর যোদ্ধা আলহাজ¦ এস এম ওমর আলী। ময়মনসিংহের ভালুকা রণাঙ্গনে একাধিক যুদ্ধে অংশ নিয়ে দেশকে শত্রুমুক্ত করতে অবদান রাখেন তিনি। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে আজও তার নামটি তালিকাভুক্ত হয়নি। বিভিন্ন জন ও সংশ্লিষ্ট দফতরে আবেদন নিবেদনের পর নিজের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য অবশেষে হাইকোর্টে রিট করেছেন তিনি। আলহাজ¦ এস এম ওমর আলী উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মরহুম আহাম্মেদ আলীর ছেলে। এস এম ওমর আলী জানান, ১৯৬৭ সন থেকে মুক্তিযুদ্ধ শুরুর সময় পর্যন্ত ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন দায়িত্বে থেকে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ন অবদান রাখেন তিনি। ওই সময় তৎকালীন সরকারের রোষানলে পড়ে একাধিক মামলার আসামিও হতে হয় তাকে। পরে, মুক্তিযুদ্ধ শুরু হলে ঢাকা উত্তর-ময়মনসিংহ দক্ষিণ অঞ্চলে ভালুকার আফছার বাহিনীর একজন সক্রিয় যোদ্ধা হিসাবে জীবনবাজি রেখে একাধিক সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। দায়িত্ব পালন করেন আফছার বাহিনীর খ-কালীন কোয়াটার মাস্টার হিসাবেও। মুক্তিযোদ্ধার স্বীকৃতি হিসেবে মুক্তিযুদ্ধের অধিনায়ক কর্নেল আতাউল গণি ওসমানী ও আফছার বাহিনী প্রধান আফছার উদ্দিন আহাম্মেদ তাকে প্রত্যয়নপত্র প্রদান করেন। এছাড়া, প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন জাতীয় কমিটি প্রণীত তালিকায় ৪২ নম্বর ক্রমিকে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এরপরও, বিভিন্ন সময়ে প্রণীত মুক্তিযোদ্ধা তালিকায় নিজের নামটি অন্তর্ভুক্তির আবেদন করেও সফল হননি তিনি এবং সর্বশেষ অন লাইনেও আবেদন রয়েছে তার। অতঃপর নিজের নাম মুক্তিযোদ্ধা তালিকা/গেজেটে অন্তর্ভুক্তির জন্য তিনি হাইকোর্টে রিট করেন। রিট পিটিশন নম্বর ৭৮১১। ডাকাতিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আবুল হোসেন পাঠান বলেন, আলহাজ¦ এস এম ওমর আলী একজন প্রথম সারির মুক্তিযোদ্ধ। তালিকাভুক্তির জন্য তার নাম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজুর রহমান বলেন, ‘আলহাজ¦ এস এম উমর আলী ঐ সময়ের একজন বলিষ্ঠ ছাত্রনেতা ছিলেন এবং তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার নাম তালিকাভুক্ত করণ জরুরী।’
×