ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১০:৫৯, ১৬ আগস্ট ২০১৯

ঝলক

পাখির ধাক্কায় ভুট্টা ক্ষেতে বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে একঝাঁক শঙ্খচিলের সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়ে বিমানের ইঞ্জিন। এই অবস্থায় বিমানবন্দর পর্যন্ত ফিরে যাওয়ার উপায় নেই। বিমানের ২৩৩ যাত্রী তখন নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। এই পরিস্থিতিতে বিমানচালকের উপস্থিত বুদ্ধি আর দক্ষতায় প্রাণে বাঁচলেন সবাই। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোর ঝুকভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গেছে, নির্ধারিত সময়েই বিমানবন্দর ছেড়ে আকাশে ওড়াল দেয় ইউরাল এয়ারলাইন্সের এয়ারবাস ৩২১। কিন্তু বিমানবন্দর ছেড়ে এক কিলোমিটার দূরত্ব পার হতেই হঠাৎ বিমানের সামনে এসে পড়ে একঝাঁক শঙ্খচিল। শঙ্খচিলের সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে যায় বিমানের ইঞ্জিন। তখন জরুরী অবতরণ ছাড়া আর কোন পথই খোলা ছিল না বিমানচালকের কাছে। কিন্তু ওই পরিস্থিতিতে বিমানবন্দর পর্যন্ত ফিরে যাওয়ার উপায় নেই। তাই বাধ্য হয়েই কাছের একটি ভুট্টা ক্ষেতেই বিমান নামানোর সিদ্ধান্ত নেন চালক। এদিকে জরুরী অবতরণের ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এর মধ্যেই বিমানের এক যাত্রী মোবাইলে এই জরুরী অবতরণের ভিডিও করেন যা এখন রীতিমতো ভাইরাল! এই ঘটনার পর বিমানচালক দামির ইউসুপভ এখন সকলের কাছে ‘সুপার হিরো’ হয়ে উঠেছেন। ২০০৯ সালে মার্কিন ফ্লাইট ১৫৪৯ একইভাবে পাখির সঙ্গে ধাক্কা লাগার পর হাডসন নদীতে জরুরী অবতরণে বাধ্য হয়। ওই ঘটনাতেও বিমানের সকল যাত্রীই প্রাণে বেঁচে গিয়েছিলেন। মস্কোর এই ঘটনাকেও এখন অনেকেই ২০০৯-এর ওই ঘটনার সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।- দ্যা হিন্দু প্রথম বাণিজ্যিক রকেট আই-স্পেস বেজিংয়ের এক রকেট কোম্পানির নাম। এই কোম্পানি নিয়ে এখন ভারি হইচই। কারণ চীনে আই-স্পেসই প্রথম বাণিজ্যিক সংস্থা, যে কক্ষপথে রকেট পাঠাল। গত বছর থেকে আরও দুই চীনা সংস্থা কক্ষপথে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছে। সফল হয়নি। আই-স্পেস হয়েছে। হাইপারবোলা-১ নামে কোম্পানির রকেটটি সম্প্রতি চীনের উত্তর-পশ্চিমে ঝিউকুয়ান থেকে রওনা দেয় এবং পৃথিবীর চারপাশের কক্ষপথে সে বেশ কিছু স্যাটেলাইট বসায়। এর মধ্যে একটি আবার রেডিও স্যাটেলাইট, এক অপেশাদার রেডিও গ্রুপ, বেজিং ইনস্টিটিউট অব টেকনোলজির সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করেছে। গত জুনেই চীন সরকার বেসরকারী রকেট তেরি ও উৎক্ষেপণের একগুচ্ছ নিয়ম ঘোষণা করেছে। যেমন- উৎক্ষেপণের সময় সুরক্ষা বজায় রাখা যায় কীভাবে, মহাকাশে জঞ্জালের পরিমাণ আর যাতে না বাড়ে, সে বিষয়ে সতর্ক হওয়া যায় কী করে। -আনন্দবাজার পত্রিকা
×