ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় শোক দিবস

সারাদেশে মসজিদ মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনা

প্রকাশিত: ১০:৫৭, ১৬ আগস্ট ২০১৯

সারাদেশে মসজিদ মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনা

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বৃহস্পতিবার সারাদেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া প্রার্থনা হয়েছে। এ সময় পঁচাত্তরের ১৫ আগস্টে স্বাধীনতার মহানায়কসহ নিহত সবার আত্মার মাগফিরাত ও শান্তি এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। সারাদেশে মসজিদে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল হয়। মোনাজাতে বঙ্গবন্ধুর সঙ্গে শাহাদাতবরণকারী পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করা হয়। এছাড়া দেশ-জাতি ও মুসলিমউম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণও কামনা করা হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল হয়। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা ॥ বিশেষ প্রার্থনা সভা হয়েছে দেশের প্রতিটি গির্জায়। রাজধানীতে প্রধান প্রার্থনা সভা হয়েছে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন ও খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে তেজগাঁও হলি রোজারি চার্চে। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার কমল কোড়াইয়া। খ্রিস্টযাগের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি ও ট্রাস্টের সচিব নির্মল রোজারিও। প্রার্থনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জেমস সুব্রত হাজরা, মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, পংকজ গিলবার্ট কস্তা, থিউফিল রোজারিও, ডানিয়েল সিকদার, জন অরুনেশ বাড়ৈ, নিখিল মানখিন, ভিক্টর রেসহ বিপুল সংখ্যক খ্রিস্টভক্ত। এ ছাড়া বিভিন্ন এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠানে দুস্থদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়। মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা ॥ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও সকাল এগারোটায় পূজা উদ্যাপন পরিষদ, ঢাকেশ্বরী মন্দির কমিটি ও মহানগর পূজা উদ্যাপন পরিষদ যৌথ উদ্যোগে এই প্রার্থনা সভা হয়। প্রার্থনা সভায় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। এ সময় বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সবার আত্মার শান্তিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। মহানগর পূজা উদ্যাপনের সভাপতি শৈলেন মজুমদারের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন অসীম কুমার উকিল, মিলন কান্তি দত্ত, নির্মল চ্যাটার্জী, সুজিত রায় নন্দী, তাপস পাল ও দীপালী চক্রবর্তী প্রমুখ।
×