ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ হত ২১

প্রকাশিত: ১০:৫৬, ১৬ আগস্ট ২০১৯

সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ হত ২১

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে দুই কলেজ শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ফেনীতেই মারা গেছেন ৮ জন। ফরিদপুরে ৪ জন, কিশোরগঞ্জে ৩ জন এবং সিরাজগঞ্জে চার বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন। এছাড়া অন্য চার জেলায় মারা যান একজন করে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর থানার লেমুয়া নামক স্থানে বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাওয়ার পথে আনন্দ ভ্রমণের প্রাইম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। পরে ফেনী হাসপাতালে একজন ও ঢাকা নেয়ার পথে আরও একজন মারা যায়। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন- ঢাকা বিক্রমপুরের সুমন ও মোঃ সোহেল এবং ঢাকা নেয়ার পথে ফেনীর ছাগলনাইয়ার সাহাদাত হোসেন মারা যায়। সকালে ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার নাজমুল হক সাম্মী জানান- সকাল ৭টার দিকে হাসপাতালে ২০ জন আহত ব্যক্তিকে আনা হয়। আহতদের ফেনী সদর হাসপাতালে নেয়ার পর ৭ জনের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। ফেনী হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার আবু তাহের জানান, ভর্তি ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়া দুপুরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজন ফেনী হাসপাতালে ভর্তি রয়েছে। আহত নিহতরা অনেকেই নারায়ণগঞ্জ ও ঢাকা মিরপুরের অধিবাসী। নিহতদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশের সাব-ইন্সেপেক্টর কাউছার জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা, দমকল বাহিনী ও পুলিশ আহত-নিহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে বাসের চালক ঘুমানো ছিল বিধায় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৬ জন মারা গেছে ২০ জন আহত হয়েছে। আহত নিহতদের পুলিশ সহায়তায় ফেনী জেনারেল হাসপাতালে আনা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি ফেনী হাইওয়ে থানায় রাখো হয়েছে। তবে বাসের চালক মারা গেছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহতরা হচ্ছেÑ নারায়ণগঞ্জের জাকির, রানা অপু, ইকবাল, সুজন, জাফর এবং ঢাকা-মিরপুরের নেহা, রুমা, জাকির, আক্তার, শুভ ও ফেনীর ছাগলনাইয়ার সাহাদাত হোসেন। সকলকে ঢাকা মেডিক্যাল করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুর ॥ ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গার নওপাড়া ও সদরপুরের বাবুরচর-চন্দ্রপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া সেতুর কাছে বরিশাল থেকে সৈয়দপুরগামী তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি লোকল বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৩১ জন আহত হয়। গুরুতর আহত ১৩ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো লোকাল বাসের চালক ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুঞ্জনগর গ্রামের দলিল উদ্দিন ফকিরের ছেলে রওশন ফকির (৩৫), বাসযাত্রী রাজবাড়ী সদর উপজেলার নবগ্রামের মৃত লক্ষণ কু-ুর স্ত্রী মীরা কু-ু (৬০), বাসযাত্রী অজ্ঞাত বৃদ্ধ (৭০)। ভাঙ্গা হাইওফে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে চালক ও বৃদ্ধা নিহত হন। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজ্ঞাতনামা এক বৃদ্ধ। আহতদের মধ্যে ১৩ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক জব্বার মোল্লা বাদী হয়ে ভাঙ্গা হাইওয়ে থানায় মামলা করেছেন। এদিকে ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছত্তার মোল্লা (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছে। ছত্তার মোল্লা সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের মৃত গফুর মোল্লার পুত্র। কিশোরগঞ্জ॥ জেলার কটিয়াদীতে মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালকসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদীর ভিটিপাড়া আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো-সিএনজিচালক জাহিদুল, তোফাজ্জল ও উমর ফারুক। আহতরা হলো-আব্দুল কাদির, পরিমল, গিয়াস উদ্দিন ও সিরাজ উল্লাহ। তাদের মধ্যে নিহত জাহিদুলের বাড়ি জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরে। আর বাকি সকলের বাড়ি জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা ও ডুইয়ারপাড় গ্রামে বলে জানা গেছে। সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার কোনাবাড়ি এলাকায় চারটি বাসের চতুর্মুখী সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন বাসযাত্রী। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ হামিম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কামারখন্দের কোনাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ফাইভ স্টার পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে ডিপজল ও এনা পরিবহনের দুটি বাস হানিফ পরিবহনের সঙ্গে ধাক্কা খায়। এতে চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সামনে থাকা হানিফ ও ফাইভ স্টার পরিবহনের বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। নাটোর ॥ বড়াইগ্রামে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র মারা গেছে। এ সময় আহত হয়েছে আরোহী ও স্কুলছাত্রী উপমা আক্তার (১৫)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আরিফ উপজেলার আহমেদপুর কৃষি ও কারিগরি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ও নওপাড়া গ্রামের আব্দুল মালেকের একমাত্র সন্তান এবং উপমা বনপাড়া পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউটের ৯ম শ্রেণির ছাত্রী ও বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকার কামরুল ইসলাম আলফুর মেয়ে। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ইসতিয়াক আহমদ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ইসতিয়াক আহমেদ পৌরসভার ৩নং ওয়ার্ডের শাকিল আজাদের ছেলে এবং তিনি সরকারী মুজিব কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার নতুনহাট নামক এলাকায় বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাসচাঁপায় অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল আরোহী (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে বৃহস্পতিবার দুপুরে তুহিন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ থেকে কাশিয়ানীতে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর নামক স্থানে একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু ঘটে এবং গুরুতর আহত তার স্ত্রী সাথী বেগমকে (৪০) উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়।
×