ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের পৃথক শোক দিবস পালন

প্রকাশিত: ০৯:২৬, ১৬ আগস্ট ২০১৯

মাদারীপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের পৃথক শোক দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৫ আগস্ট ॥ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর ও রাজৈর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের দুই গ্রুপ পৃথকভাবে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান, শোক র‌্যালি, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেওয়ালিকা, মিলাদ মাহফিল, কোরআনখানি, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন ও গণভোজের আয়োজন। সকাল সাড়ে ৯টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে শাজাহান খান গ্রুপ উপজেলা চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করে। র‌্যালি শেষে উপজেলা আচমত আলী খান অডিটরিয়ামে ইউএনও সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, এসপি সার্কেল মোঃ আবির হোসেন, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, সহকারী ভূমি কর্মকর্তা সালমা পারভীন, জেলা সদস্য নূর জাহান পারুল, ওসি মোঃ শাহজাহান, পল্লবী হাসান প্রমুখ। পরে ওই একই গ্রুপ উপজেলা ঈদগা মাঠে অন্য একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক নৌমন্ত্রী সংসদ সদস্য শাজাহান খান। অপরদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম গ্রুপ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে সকাল ১০টার শোক র‌্যালি শেষে পথকলি মাঠে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্যা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক জমিরউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর খান প্রমুখ।
×