ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপুল চামড়া নষ্ট হওয়ায় অর্জিত হচ্ছে না সংগ্রহ লক্ষ্যমাত্রা

প্রকাশিত: ০৯:০৯, ১৬ আগস্ট ২০১৯

বিপুল চামড়া নষ্ট হওয়ায় অর্জিত হচ্ছে না সংগ্রহ লক্ষ্যমাত্রা

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্মরণকালের সর্বনিম্ন দাম। তাই কেউ পানির দরে বিক্রি করলেও কেউ ফেলে দিয়েছেন রাস্তায়। নষ্টও হয়ে গেছে হাজার হাজার। সবমিলে চামড়া নিয়ে হাহাকার থামেনি চট্টগ্রামে। বিপাকে পড়েছে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান। আবার বিপুল চামড়া নষ্ট হয়ে যাওয়ায় পূরণ হচ্ছে না আড়ৎদারদের সংগ্রহের লক্ষ্যমাত্রাও। নষ্ট চামড়া অপসারণে হিমশিম খাওয়া সিটি কর্পোরেশনের মেয়রের সন্দেহ, পুরো সঙ্কটটিই পরিকল্পিত। চট্টগ্রামের ষোলোশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা। যেখানে বিভিন্নস্থান থেকে এনে জড়ো করা হয় দান হিসেবে পাওয়া হাজার হাজার কোরবানির পশুর চামড়া। কিন্তু ক্রেতার অভাবে অন্তত ১৫ হাজার চামড়া নষ্ট হয়ে গেছে। তিনদিন ধরে এমন দৃশ্য ছিল নগর থেকে গ্রাম পর্যন্ত। বিক্রি করতে না পেরে চামড়া ফেলে দিয়েছেন অনেক মৌসুমি ব্যবসায়ী। যারা এখন বিনিয়োগ হারিয়ে নিঃস্ব। সিটি কর্পোরেশনের হিসেবে, তারা অপসারণ করেছে ১ লাখ ২০ হাজারের বেশি নষ্ট চামড়া। স্মরণকালের এমন সংকটকে তাই পরিকল্পিত মনে করছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এবার চট্টগ্রামে সাড়ে ৫ লাখ চামড়া কেনার লক্ষ্যমাত্রা থাকলেও বুধবার পর্যন্ত আড়তে পৌঁছেছে তিন লাখের কিছু বেশি। আরও কয়েক হাজার দুয়েক দিনের মধ্যে পৌঁছালেও শেষ পর্যন্ত পূরণ হবে না লক্ষ্যমাত্রা। তবে এই সঙ্কটের জন্য পাইকারি ব্যবসায়ী আর আড়ৎদার সিন্ডিকটেকে দায়ী করা হলেও তারা দায় চাপাচ্ছেন ঢাকার ট্যানারি মালিকদের ওপর। চট্টগ্রামে মোট আড়ৎদার আড়াইশোর মতো। কিন্তু এবার চামড়া কেনার জন্য মাঠে ছিলেন মাত্র ৩০ থেকে ৩৫ জন।
×