ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গত অর্থবছরে বিদেশীদের লেনদেন কমেছে ২৯ শতাংশ

প্রকাশিত: ০৯:০৭, ১৬ আগস্ট ২০১৯

গত অর্থবছরে বিদেশীদের লেনদেন কমেছে ২৯ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত অর্থবছরে (২০১৮-১৯) বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ২৯ দশমিক ৯২ শতাংশ। ডিএসইর বার্ষিক প্রতিবেদন পর্যলোচনায় এ তথ্য পাওয়া যায়। তথ্য মতে, ২০১৮-১৯ অর্থবছরে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ২১৯ কোটি ৩৩ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৬২ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ১১ হাজার ৭২৯ কোটি ১৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩ হাজার ৫১০ কোটি টাকা বা ২৯ দশমিক ৯২ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে বিদেশী বিনিয়োগকারীদের ক্রয়কৃত শেয়ারের পরিমাণ ছিল ৪ হাজার ১৭ কোটি ৮১ লাখ টাকা এবং বিক্রয়কৃত শেয়ারের পরিমাণ ছিল ৪ হাজার ২০১ কোটি ৫২ লাখ টাকা। অপরদিকে ২০১৭-১৮ অর্থবছরে বিদেশী বিনিয়োগকারীদের ক্রয়কৃত শেয়ারের পরিমাণ ছিল টাকায় ৫ হাজার ৯০০ কোটি ৪৭ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×