ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লেনদেনে শীর্ষ স্থান ধরে রেখেছে ওষুধ খাত

প্রকাশিত: ০৯:০৭, ১৬ আগস্ট ২০১৯

লেনদেনে শীর্ষ স্থান ধরে রেখেছে ওষুধ খাত

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৩৬৯ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর। এর মাধ্যমে এই খাত আগের সপ্তাহের ন্যায় বিদায়ী সপ্তাহেও লেনদেনের শীর্ষ স্থান ধরে রেখেছে। বিদায়ী সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর ৩৩৫ কোটি ৬৮ লাখ টাকার বা মোট লেনদেনের ১৫ শতাংশ হয়েছে। আর আগের সপ্তাহে এই খাতের কোম্পানিগুলোর ২৯৭ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছিল। বিদায়ী সপ্তাহে মোট লেনদেনর ১৫ শতাংশ হওয়াতে ডিএসইতে লেনদেনের শীর্ষে স্থানটি ধরে রেখেছে ওষুধ ও রসায়ন খাত। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনের দ্বিতীয় স্থান ধরে রেখেছে প্রকৌশল খাত। বিদায়ী সপ্তাহে প্রকৌশল খাতের কোম্পানিগুলোর ডিএসইতে মোট লেনদেনের ১৪ শতাংশ বা ৩২৩ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×