ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফারইস্ট নিটিং দিচ্ছে বোনাস, কমছে মুনাফা

প্রকাশিত: ০৯:০৬, ১৬ আগস্ট ২০১৯

ফারইস্ট নিটিং দিচ্ছে বোনাস, কমছে মুনাফা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইংয়ের পরিচালনা পর্ষদ প্রতিবছর বোনাস শেয়ার দিয়ে মুনাফা কোম্পানিতেই রেখে দিচ্ছেন। এছাড়া মুনাফার তুলনায় কম বোনাস দিয়ে সংরক্ষিত আয় বাড়াচ্ছেন। কিন্তু তারপরও কোম্পানিটির নিট মুনাফা কমছে। যাতে লভ্যাংশের পরিমাণ নেমে এসেছে অর্ধেকে। ২০১৪ সালে তালিকাভুক্ত হওয়ার পরে মোট ৫ বার লভ্যাংশ ঘোষণা করেছে ফারইস্ট নিটিংয়ের পরিচালনা পর্ষদ। প্রত্যেকবারই বোনাস শেয়ার ঘোষণা করেছে। তবে প্রথম ৩ বার বোনাস শেয়ারের পাশাপাশি নগদ লভ্যাংশ ছিল। দেখা গেছে, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ফান্ড পেয়েছে ২০১৪-১৫ অর্থবছরের ২০১৪ সালের ২৮ আগস্ট। তবে এই ফান্ড ব্যবহারের আগেই আইপিওধারীদের ২০১৩-১৪ অর্থবছরের ব্যবসায় ২০ শতাংশ লভ্যাংশ দেয়। অথচ আইপিও ফান্ড ব্যবহারের পরে সেই লভ্যাংশ নেমে এসেছে ১০ শতাংশে। ফারইস্ট নিটিংয়ের পর্ষদ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরে সর্বপ্রথম ২০১৩-১৪ অর্থবছরের ব্যবসায় ১৫ শতাংশ বোনাস দেয়। এর পরের বছরগুলোতে ১০ শতাংশ, ১০ শতাংশ ও ১৫ শতাংশ বোনাস দেয়। আর সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় ১০ শতাংশ বোনাস দিয়েছে। এদিকে কোম্পানিটির শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় ফারইস্ট নিটিংয়ের ৯১ কোটি ৩ লাখ টাকার পরিশোধিত মূলধন ছিল। যা আইপিওতে ২৫ কোটি টাকা সংগ্রহ ও নিয়মিত বোনাস শেয়ারের মাধ্যমে ১৮৫ কোটি ৬৮ লাখ টাকায় উঠে এসেছে। আর ৪৯ কোটি ৯৮ লাখ টাকার রিজার্ভ বেড়ে হয়েছে ১৪৭ কোটি ১৩ লাখ টাকায়।
×